আমাদের কথা খুঁজে নিন

   

............. গোধুলি প্রহেলিকা

নদীতীরে সূর্যাস্ত আমি কতদিন দেখিনা একরাশ ধুলাজমা চরে, সন্ধ্যার অস্পষ্ট আলোয় আমি বহুদিন হাটি না একটু একটু কলরব আর ছিটেফোটা আলোর ঝিকিমিকি; শান্তভাবে ছোট ছোট অশান্ত ঢেউয়ের পথচলা এদের মাঝে অনেকদিন আমি পথের ঠিকানা খুজিঁনা লাল, কমলা, হলুদ- কত রং! কত সাজ! তা আমি এখন আর দেখিনা একটু একটু করে তারা জ্বলে ওঠা, একটু একটু করে রং নিভে যাওয়া, ধীরে ধীরে প্রহর শেষ হওয়া, সমুদ্র! ঢেউয়ের সাথে সৈকতের ছোঁয়াছুয়ি খেলা সবই আমি দেখি। অনেক অনেক দিন হয় আমি স্বপ্ব দেখি সমুদ্রের স্বপ্ন দেখি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।