যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে এখন সময় প্রচুর ভালবাসার ভালবাসা হবে লাগাতার, কবিরা সব সময় অপ্টিমিস্টিক, আমি গত কয়েক বছরে এই ইথারে কবি হতে চেয়েছি কখনো দেশ নিয়ে কখনো নারী নিয়ে, তোমাকে ছুঁয়ে বলছি, খোদার কসম কেটে বলছি, আমি ভন্ড কবি হতে চাইনি, আমি উম্মাদ কোন ভার্চুয়াল খ্যাতি চাইনি। আমি কবিতা লিখেছি তোমাকে খুব করে জড়িয়ে ধরার জন্য নয়, খুব বেশি হাহাকার করার জন্যও নয়, খুব কবি কবি চেহারা নিয়ে জীবনানন্দ হওয়ার জন্যও নয়। হঠাৎ আবেগ গুলো জড়ো হয়ে মনের ভিতর উথাল পাথাল ঢেউ খেলে, হঠাৎ হাত নিশপিশ করে বজ্রমুষ্টি করে শ্লোগানে শ্লোগানে প্রতিরোধের মিছিলে যেতে, নদী শুকিয়ে যায়, সাগরে কারবালার প্রতিধ্বনি শুনি, সীমান্তে গোঙ্গানি আমার ছোট্ট কোন বোনের, আমি চেয়েছি তার ভাই হতে, আমি চেয়েছি তার সন্তান হতে, আমি চেয়েছি তার বাবা হতে কোন ধর্ষিতা শিশু কন্যার। তোমরা আমায় উম্মাদ ভেবো না আমার সস্তা আবেগ আমার জন্যে, এই আবেগে এলিটের ছোঁয়া নেই, তুমি ভেবো না আমি বুর্জোয়া বিদ্বেষী কারণ আমি বুর্জোয়া এখনো চিনিনা, যারা বলে নিপীড়িত,তারাই হয়ে যায় বুর্জোয়া তুমি ভেবো না আমি খুঁজি আমার প্রেয়সী, আমি কবি হতে চাইনি, আমি আমার কথা বলতে গিয়ে তোমাদের কথাই বলেছি..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।