আমাদের কথা খুঁজে নিন

   

।। জাগরণ ।।

Edit । । জাগরণ । । (এক অসম্পূর্ণ সুরিয়ালিষ্ট কবিতা) by রাওয়ান সায়েমা on Friday, April 8, 2011 at 12:44pm ঘুম ভেঙ্গেছিলো, তবু তথনও খুলিনি চোখ আলোহীনতাকে মেনে নিয়েছি যেন, অন্ধকার কে নপুংসক চাদর বানিয়ে অঙ্গে জড়িয়ে রেখে জোড় গলায় বলছি জেগে কি লাভ ? জেগে কি লাভ ! নিবোর্ধ প্রশ্নটাকেই বিশ্বাস এ রুপ দিয়ে হেঁটে চলছি পথ না দেখে হয়তোবা না বুঝেও হাঁটছি ।

অর্থহীন সিগারেট টেনেছি আর তোমার যোনির ঐ তামাকপাতা গন্ধটা অনুভব করছি । রাত আজকাল আর দিনের পরে আসেনা দিনই আসে রাতের পরে । দিন ঠিক সাজে বোথেল এ গিয়ে আড্ডায় যোগ দেয় আর দ্বায়িত্বটা ছেড়ে দেয় রাতকে । তাইতো রাত এর আজ এত জয় জয়াকার । অথচ দিনটা বড় মদ্যপ ।

ঘুম ভেঙ্গেছে আজও তবু চোখ খুলিনি আলোকহীনের বুকে মুখ লুকিয়েছি, যেন স্তনের ঐ কাঠাঁলচাঁপার মাতাল গন্ধে অনর্থক উপায় খুঁজে চলছি । মাঝে মাঝেই জোড় গলায় বলছি আবারো, জেগে কি হবে ? তবে কি কথনোই জাগব না ? তবে কবে ? 3.03.2011. Rajshahi. (এই কবিতাটি আমার অসমাপ্ত এক অনাথ সন্তান ) কবিতাটিকে বিভ্রান্তিময় করিয়াছি দুটো কারণে যদিও তা গুপ্তই থাকিবে । উত্‍স্বর্গ সংশয়বাদীদের । জানি না তারা কবে সংশয় থেকে মুক্তি পাবে ! ! আদৌ পাবে কি ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।