স্বপ্নের রঙ অথবা বিষাদ কালো.. আবার ও ফেসবুক..
আজ প্রথম আলোয় দেখলাম "স্ত্রীর ওপর নির্যাতনের কারণ জানতে চাইলে সাইদ বলেন, ফেসবুকের (সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক) তালিকা থেকে রুমানার এক বন্ধুকে মুছে ফেলা নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এরই একপর্যায়ে রুমানা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তাঁর (সাইদ) চোখ থেকে চশমা পড়ে যায়। চশমা ছাড়া তিনি আবছা (পাঁচ শতাংশ) দেখেন বলে দাবি করেন। ধস্তাধস্তির একপর্যায়ে রুমানা আহত হয়ে থাকতে পারেন বলে দাবি করেন তিনি।
"
যদি তা ও হতো তাহলেও কোন সামীর কতোটুকু অধীকার আছে স্ত্রীর ওপর নির্যাতন করার।
আমার লেখার বিষয় এটা না। ব্যপারটা এতো অমানুসীক যে লিখতে গেলেও হাত কেপে উঠে।
আমি তাই আবার ফেসবুক প্রসঙ্গে আসি।
আসলেই কি ফেসবুক আমাদের সম্পর্ক গুলোতে ঘুন ধরাচ্ছেনা?
আমরা আজকাল সবকিছু বড় সহজে পেয়ে যাই।
জানি সবাই এটার উপকারীতার কথাই বলবে।
কিন্তু শুধু এই কারনে কত সম্পর্ক শেষ হয়ে গেছে,কত বিবাহ বিচ্ছেদ হয়েছে তার হাতে গোনা কয়টার কথাই আমরা জানি?
বর্তমানে এটা সারাবিশ্বে এতো ব্যপক আকার ধারন করেছে যে শুধুমাত্র আমাদের নিজেদের সচেতনতা আর সম্পর্কের প্রতি বিশ্বস্ততাই এর থেকে বেরিয়ে আসার এবং এর ছোবল থেকে বাচার একমাত্র পথ বলে আমি মনে করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।