ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
আজ ১৬ জুন। সংবাদপত্রের স্বাধীনতা হরণের সেই কালো দিবস। ১৯৭৫ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাকশালের দর্শন অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে দুটি মাত্র সংবাদপত্রের (দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার) ডিক্লারেশন বহাল রেখে সব পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন। পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিক্লারেশন দিয়ে সরকারি ব্যবস্থাপনায় মোট চারটি পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে অব্যাহত রাখেন। এর আগে তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করেন এবং এ ব্যবস্থাকে তিনি দ্বিতীয় বিপ্লব হিসেবে উল্লেখ করেন।
এই বিপ্লব সফল করতেই তিনি চারটি দৈনিক পত্রিকা রেখে সব দৈনিক পত্রিকা বন্ধ করে দেন। ফলে কয়েক হাজার সাংবাদিক ও সংবাদপত্রকর্মী বেকার হয়ে পড়েন।
অন্যদিকে গণমাধ্যমের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের এই বিপ্লবী হস্তক্ষেপে রুদ্ধ হয়ে যায় সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, গোষ্ঠীর স্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা। তখন গণমাধ্যমের বিরুদ্ধে সরকারের এই নির্যাতনমূলক কার্যকলাপের প্রতিবাদ করার সাহস কারও হয়নি। তবে পরের বছর থেকে সাংবাদিক সমাজ এই দিনটিকে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে।
এদিকে কালের আবর্তে এবার এমন সময়ে দিনটি আমাদের মাঝে এসেছে যখন সেই আওয়ামী লীগের সরকার ক্ষমতাসীন। বর্তমান অবস্থায় তারা সেই সময়কার একদলীয় বাকশালী নীতিমালা গ্রহণ না করলেও কার্যত দেশে নবরূপে বিরাজ করছে সেই বাকশালী ব্যবস্থা। বর্তমান আওয়ামী লীগ সরকার নানা কৌশলে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে এবং সাংবাদিকদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি টিভি চ্যানেল ওয়ান এবং পরীক্ষামূলকভাবে সম্প্রচাররত যমুনা টিভি বন্ধ করে দিয়েছে। আর সত্য প্রকাশের অপরাধে গত বছরের ১ জুন এই সরকার বাকশালী কায়দায় দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়।
একই সঙ্গে পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে বর্বরোচিত নির্যাতন চালায়। এই ঘটনা দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। প্রায় এক মাস বন্ধ থাকার পর আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশিত হয়। অন্যদিকে প্রায় ১০ মাস কারাভোগের পর মুক্ত হন সম্পাদক মাহমুদুর রহমান।
এদিকে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দেশের সাংবাদিক সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।
বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যেই বাকশালী সরকার গণতন্ত্রবিরোধী এই পদক্ষেপ নিয়েছিল।
১৯৭৫ সালে সংবাদপত্র বন্ধের ঘটনা ওই সময়ের চারটি দৈনিকে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে সংবাদপত্র (ডিক্লারেশন বাতিল) অর্ডিন্যান্সের পূর্ণ বিবরণ তুলে ধরা হয়। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন তুলে ধরা হলো—
ইত্তেফাকের নতুন সম্পাদক
সংবাদপত্র সম্পর্কে সরকারের নতুন ব্যবস্থা অনুযায়ী জনাব নুরুল ইসলাম পাটোয়ারী দৈনিক ইত্তেফাকের সম্পাদক নিযুক্ত হইয়াছেন।
উল্লেখযোগ্য যে, সরকার দৈনিক বাংলা ও বাংলাদেশ অবজারভার ব্যতীত সকল পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন এবং পরে ইত্তেফাক ও বাংলাদেশ টাইমসকে নতুনভাবে ডিক্লারেশন প্রদান করেন। নতুন ব্যবস্থায় জনাব নুরুল ইসলাম পাটোয়ারী ইত্তেফাকের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। (দৈনিক ইত্তেফাক : ১৭ জুন ১৯৭৫)
দ্বিতীয় বিপ্লবের আলোকে সংবাদপত্র
সম্পর্কে নতুন নীতি ঘোষণা
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদপত্র পরিচালনা সংক্রান্ত ব্যাপারে নতুন নীতি ঘোষণা করিয়া দুইটি অর্ডিন্যান্স জারী কারিয়াছেন। নতুন ব্যবস্থা অনুযায়ী আজ (মঙ্গলবার) হইতে সারাদেশে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, দৈনিক বাংলা এবং বাংলাদেশ টাইমস এই চারটি দৈনিক পত্রিকা প্রকাশিত হইবে। জনাব নুরুল ইসলাম পাটোয়ারী, জনাব ওবায়দুল হক, শেখ ফজুলল হক মনি ও জনাব এহতেশাম হায়দার চৌধুরী যথাক্রমে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমস ও দৈনিক বাংলার সম্পাদক নিযুক্ত হইয়াছেন।
সরকার আরো ১২২টি সাপ্তাহিক ও মাসিক পত্রিকার ডিক্লারেশন বহাল রাখিয়াছেন। এইসব পত্রপত্রিকাগুলি ছাড়া সরকারের বিনা অনুমতিতে আর কোনো পত্রিকা প্রকাশিত হইবে না। বাংলাদেশ সরকার সংবাদপত্র (ডিক্লারেশন বাতিল) অর্ডিন্যান্স ১৯৭৫ জারী করিয়া ‘বাংলাদেশ অবজারভার’ ও ‘দৈনিক বাংলা’ এবং ১২২টি সাপ্তাহিক ও মাসিক পত্রিকা ভিন্ন বাদবাকী সকল পত্রপত্রিকার ডিক্লারেশন ১৭ই জুন হইতে বাতিল করিয়া দিয়াছেন। বাসস ও এনা পরিবেশিত খবরে বলা হয় : এই অর্ডিন্যান্স জারীর অব্যবহিত পরে সরকার দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস এই দুই দৈনিক সংবাদপত্রও প্রকাশের সিদ্ধান্ত ঘোষণা করেন। অতঃপর উক্ত চারটি দৈনিক এবং ১২২টি সাময়িকী ছাড়া বাংলাদেশ সরকারের অনুমতি ভিন্ন আর কোনো পত্রিকা বা সাময়িকী প্রকাশিত হইবে না।
সরকার যুগপত্ আরও একটি অর্ডিন্যান্স জারী করেন। সরকারী মালিকানাধীন সংবাদপত্রসমূহ পরিচালনার জন্য জারীকৃত এই অর্ডিন্যান্সের নাম হইতেছে সরকারী মালিকানাধীন সংবাদপত্র (ব্যবস্থাপনা) অর্ডিন্যান্স, ১৯৭৫।
সরকার এতদসঙ্গে এই সিদ্ধান্ত ঘোষণা করেন যে, অদূর-ভবিষ্যতে চট্টগ্রাম ও খুলনা হইতে একটি করিয়া এবং উত্তরাঞ্চলীয় কোনো একটি জেলা হইতে অপর একটি সংবাদপত্র প্রকাশিত হইবে।
ডিক্লারেশন বাতিলের ঘোষণা প্রকাশের অব্যবহিত পরে তথ্য ও বেতার দফতরের মুখপাত্র সাংবাদিকদের জানান যে, বাতিল সংবাদপত্রসমূহের কর্মচারীদের স্বার্থ রক্ষা ও ভবিষ্যত্ কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হইয়াছে।
ছাপাখানার কর্মচারীরা ভিন্ন বাতিল সংবাদপত্রসমূহের অন্যান্য কর্মচারীকে ৩০শে জুনের মধ্যে কমিটির নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ জ্ঞাপন করা হইয়াছে।
কমিটির সদস্যবৃন্দ হইতেছেন : জনাব মিজানুর রহমান, অধ্যাপক এম এ খালেদ এমপি, তথ্য ও বেতার দপ্তরের জয়েন্ট সেক্রেটারী আনিসুজ্জামান খান, তথ্য ও বেতার দফতরের ডেপুটি সেক্রেটারী জনাব সলিমুজ্জামান, জনাব গিয়াস কামাল চৌধুরী, জনাব আমানুল্লাহ খান এমপি (বগুড়া) এবং জনাব আবদুল গনি হাজারী। জনাব আনিসুজ্জামান খান কমিটির আহ্বায়করূপে কাজ করিবেন।
ঢাকা ও খুলনায় বাতিল সংবাদপত্রসমূহের কর্মচারীদের জনাব মিজানুর রহমানের নিকট রিপোর্ট করিতে হইবে। অবজারভার হাউজে তাহার অফিস হইবে। চট্টগ্রামের কর্মচারীরা সংসদ সদস্য অধ্যাপক এম এ খালেদের নিকট এবং বগুড়ার কর্মচারীরা সংসদ সদস্য জনাব আমানুল্লাহ খানের নিকট রিপোর্ট করিবেন।
রাষ্ট্রপতি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের এই অর্ডিন্যান্স জারী করেন।
অর্ডিন্যান্সে বলা হয় : পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ আবশ্যক হইয়া পড়ে। সরকারের মালিকানাধীন সংবাদপত্র ব্যবস্থাপনা অর্ডিন্যান্স বলে সরকারী সংবাদপত্রসমূহের পরিচালনা ও উন্নয়ন সাধনের ব্যবস্থা করা হইয়াছে। সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার ব্যবসায় পরিচালনার জন্য গঠিত নির্দিষ্ট কতকগুলি কোম্পানী ভাঙ্গিয়া দেওয়ার জন্যও অর্ডিন্যান্সে ব্যবস্থা করা হইয়াছে। এই অর্ডিন্যান্স বলে সরকারের মালিকানাধীন সংবাদপত্রসমূহের জন্য সরকার পরিচালনা বোর্ড গঠন করিবেন।
সরকার বোর্ডে একজন চেয়ারম্যান এবং উপযুক্ত সংখ্যক সদস্য নিয়োগ করিবেন। বোর্ড অন্যান্য কাজের সহিত নিম্নলিখিত কার্যাদি সম্পাদন করিবে : সরকারের মালিকানাধীন সংবাদপত্রসমূহের এবং সংবাদপত্র মুদ্রণের উদ্দেশ্যে ব্যবহৃত সরকারের মালিকানাধীন ছাপাখানাসমূহের ব্যবস্থাপনা, উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকীকরণ, সরকারের অনুমতি অনুযায়ী স্বীয় পরিচালনাধীন সাংবাদপত্র ও ছাপাখানা সম্পর্কে চুক্তি সম্পাদন ও কার্যকরীকরণ, বোর্ড সংবাদপত্র ও ছাপাখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ, কাঁচামাল ও অন্যান্য দ্রব্যাদি ক্রয় করিবে।
বোর্ড সুষ্ঠু ব্যবসায়িক ভিত্তিতে স্বীয় দায়িত্ব সম্পাদন করিবে, যাহাতে গণসংযোগ মাধ্যমের চাহিদা পর্যাপ্তভাবে পূরণ হয় এবং বিদেশে গঠনমূলকভাবে প্রগতিশীল জাতীয় ভাবমূর্তি বিধৃত হয়। (দৈনিক ইত্তেফাক : ১৭ জুন ১৯৭৫)
সরকারী মালিকানাধীন সংবাদপত্র
(ব্যবস্থাপনা) অর্ডিন্যান্সের পূর্ণ বিবরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন, সংসদ বিষয়ক ও বিচার মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক দফতরের ১৩ জুন ১৯৭৫-এ নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত সরকারী মালিকানাধীন সংবাদপত্র (ব্যবস্থাপনা) অর্ডিন্যান্স, ১৯৭৫ তথা ১৯৭৫-এর ৩৪ নং অর্ডিন্যান্সের পূর্ণপাঠে বলা হয় :
সরকারী মালিকানাধীন সংবাদপত্রসমূহের ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠিত কতিপয় কোম্পানী ভাঙ্গিয়া দিবার উদ্দেশ্যে ইহা একটি অধ্যাদেশ। যেহেতু সরকারী মালিকানাধীন সংবাদপত্রসমূহের ব্যবস্থাপনা ও উন্নয়ন সরকার কর্তৃক কারবার পরিচালনা হইতেছে এই রূপ সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে গঠিত কতিপয় কোম্পানী ভাঙ্গিয়া দেওয়া এবং তত্সংশ্লিষ্ট আনুষঙ্গিক ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে।
এবং যেহেতু সংসদ এখন অধিবেশনে নহে এবং আশু কার্যক্রমের প্রয়োজনীয়তা উদ্রেককর পরিস্থিতি বিরজমান বলিয়া রাষ্ট্রপতি মনে করিতেছেন। তাই এক্ষনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) নং ধারা অনুযায়ী ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করিয়া রাষ্ট্রপতি নিম্নোক্ত অর্ডিন্যান্স প্রণয়ন এবং জারী করিতেছেন :
১। সংক্ষিপ্ত নাম : এই অর্ডিন্যান্সকে বলা হইবে সরকারী মালিকানাধীন সংবাদপত্র (ব্যবস্থাপনা) অর্ডিন্যান্স, ১৯৭৫।
২। সংজ্ঞাসমূহ—এই অর্ডিন্যান্সের বিষয়বস্তু ও পরিপ্রেক্ষিতে ব্যতিক্রম কোনো কিছু না থাকিলে (ক) ‘বোর্ডং’ বলিতে বুঝাইবে ৩ নং ধারার অধীনে গঠিত সরকারী মালিকানাধীন সংবাদপত্রসমূহ ব্যবস্থাপনার বোর্ড (খ) অবলুপ্ত কোম্পানী বলিতে বুঝাইবে ৬ নং ধারার অধীনে যে কোম্পানী গঠিত হইয়াছে।
৩। ব্যবস্থাপনা বোর্ডের গঠন—(১) সরকার এই অর্ডিন্যান্সের উদ্দেশ্য পূরণের জন্য সরকারী মালিকানাধীন সংবাদপত্রের ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপনা বোড নামে একটি বোর্ড গঠন করিতে পারিবেন।
(২) একজন চেয়ারম্যান এবং সরকারের বিবেচনায় উপযুক্ত বলিয়া বিবেচিত সংখ্যক অন্যান্য সদস্য লইয়া বোর্ডটি গঠিত হইবে।
(৩) চেয়ারম্যান ও অন্যান্য সদস্য যে শর্তাবলীর অধীনে দায়িত্ব গ্রহণ করিবেন এবং বোর্ডের বৈঠকের বিধি পদ্ধতি সরকার কর্তৃক নির্ধারিত করিয়া দেওয়া হইবে।
৪।
বোর্ডের কার্যক্রম—বোর্ডের কার্যক্রম হইবে— (ক) সরকারের মালিকানাধীন সংবাদপত্র এবং সরকারের মালিকানাধীন মুদ্রণ ছাপাখানাসমূহ পরিচালনা, উন্নয়ন, প্রসার এ ব্যবস্থা আধুনিক করা এবং এইসকল সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার জন্য ঐগুলি ব্যবহার করা।
(খ) সরকার কর্তৃক অনুমোদিত হইলে, স্বীয় ব্যবস্থাপনাধীন সংবাদপত্র ও ছাপাখানা সংশ্লিষ্ট যে কোনো চুক্তি, বা ব্যবস্থা সম্পাদন এবং বাস্তবায়ন করা।
(গ) স্বীয় ব্যবস্থাপনাধীন সংবাদপত্র ও ছাপাখানাগুলির জন্য প্রয়োজনীয় যে কোনো যন্ত্র, কলকব্জা রক্ষণাবেক্ষণের খুচরা অংশ, কাঁচামাল ও সামগ্রী অথবা অন্য যে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়করণ।
(ঘ) সরকারের বিশেষ অনুমোদনক্রমে ব্যবস্থাপনাধীন যে কোনো সম্পত্তি জিম্মা রাখিয়া ধার গ্রহণ বা অর্থ সংগ্রহ।
(ঙ) সরকার কর্তৃক নির্দেশিত অথবা উপরোক্ত কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় অনুরূপ অন্যবিধ কাজ সম্পাদন।
৫। বোর্ড কর্তৃক অনুসৃত নীতি—(১) বোর্ড উহার কার্যক্রম সম্পাদনকালে দেশের গণসংযোগ মাধ্যম এবং গঠনমূলকভাবে জাতীয় প্রগতিশীল ভাবমূর্তি বিদেশে উপস্থাপনের চাহিদা পর্যাপ্তভাবে পূরণ করিয়া বলিষ্ঠ ব্যবসায়িক ভিত্তিতে কাজ করিয়া যাইবেন।
(২) বোর্ড উহার কার্যক্রম সম্পাদনকালে সময় সময় সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশাদি দ্বারা পরিচালিত হইবেন।
(৩) কতিপয় কোম্পানী বাতিলকরণ—(১) ১৯১৩ সালের কোম্পানী আইন (১৯১৩-এর ৭ম)-এ অথবা সাময়িকভাবে বলবত্ অন্য কোনো আইনে অথবা অন্য কোনো ট্রাস্ট বা ওয়াকফ বা অন্য চুক্তি বা দলিলে যা কিছুই থাকুক না কেন, তফসিলে বর্ণিত কোম্পানী গুলি এই অর্ডিন্যান্স বলবত্ হইবার সাথে সাথে বিলুপ্ত হইয়া যাইবে।
(২)(১) নং উপধারা অনুযায়ী কোম্পানীগুলি ভাঙ্গিয়া যাইবার পর (ক) অবলুপ্ত কোম্পানীগুলির সকল পরিসম্পদ, স্বত্ব, অধিকার ও সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তত্সহ সংশ্লিষ্ট কোম্পানীর শেয়ার এবং ১৯৭২ সালের বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও বিক্রয়) আদেশ (পি, ও, নং ১৬, ১৯৭২) এর অধীনে সরকারের হাতে ন্যস্ত হয় নাই—এইরূপ শেয়ার সেইগুলি অন্য কোম্পানী, কর্পোরেশন বা ট্রাষ্ট্রে রহিয়াছে, উহার পর হইতে উহাকে উক্ত আদেশ বলিয়া অভিহিত করা হইবে এবং অবলুুপ্ত কোম্পানীসমূহের সকল নগদ অর্থ ও ব্যাংকের জমা সংরক্ষিত তহবিল ও বিনিয়োগ এবং বিলুপ্ত কোম্পানীর এই রূপ সম্পত্তি হইতে উত্সারিত সকল স্বার্থ ও স্বত্ব অথবা দখলী স্বত্ব, ক্ষমতা ও নিয়ন্ত্রণ সরকারের হাতে হস্তান্তরিত ও ন্যস্ত হইয়া যাইবে।
(খ) অবলুপ্ত যে কোনো কোম্পানী কর্তৃক উহার ব্যবসায় ও কার্য পরিচালনার উদ্দেশ্যে বা তত্সংশ্লিষ্টে সৃষ্ট সকল দেনা ও দায়, গৃহীত সকল দায়িত্ব, সম্পাদিত সকল চুক্তি এবং সম্পাদিত সকল আয়োজন অথবা সম্পাদনের জন্য গৃহীত আয়োজিত সকল বিষয়াদি সরকারের হাতে হস্তান্তরিত হইবে এবং সরকার কর্তৃক, সরকারের সহিত, সরকারের জন্য সম্পাদিত হইয়াছে বলিয়া ধরিয়া লওয়া হইবে।
(গ) অবলুপ্ত কোম্পানীসমূহ উহাদের কারবার ও কার্যক্রমের জন্য সংশ্লিষ্টে ও উদ্দেশ্যে কোনো অর্থ অঙ্ক প্রদানযোগ্য বা আদায়যোগ্য হইলে সরকার উহা পরিশোধ বা আদায় করিতে পারিবেন।
(ঘ) পরিপ্রেক্ষিত হেতু অন্যতর না বুঝাইলে এই সকল কোম্পানীর ব্যবসা ও কার্যক্রমের উদ্দেশ্য ও সংশ্লিষ্টে যে কোনো চুক্তি, দলিল, আমমোক্তারনামা, আইনগত প্রতিনিধিত্ব এবং যে কোনো প্রকৃতির অন্যবিধ দলিলে কোনো অবলুপ্ত কোম্পানীর কোনো প্রসকোজেন্স থাকিলে তাহা সরকারে প্রসঙ্গ উল্লেখ বলিয়া ধরা হইবে এবং এইরূপ চুক্তি, দলিল, ক্ষমতা, মঞ্জুরী বা চুক্তি তদনুযায়ী কার্যকর হইবে।
(ঙ) অবলুপ্ত কোম্পানীসমূহের কারবার ও কার্যক্রমের প্রয়োজন ও সংশ্লিষ্টে অবলুপ্ত কোম্পানী কর্তৃক বা উহাদের বিরুদ্ধে এই ধারার অধীনে কোম্পানী অবলুপ্ত হইবার পূর্বে আরোপিত সকল মামলা, আপীল ও আইনগত শুনানী সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে আরোপিত মামলা, আপীল ও আইনগত শুনানী বলিয়া ধরা হইবে এবং তদনুযায়ী অব্যাহত ও ক্রমাগত থাকিবে;
(চ) কোনো ব্যক্তির ক্ষেত্রে সরকার বিশেষ আদেশ বলে তাহার নিয়োগ বা চাকুরী নাকচ করিয়া দিলে এবং সরকার কর্তৃক চাকুরীর শর্তাবলী নির্ধারিত ও পুণঃসংজ্ঞায়িত না হইলে অবলুপ্ত কোম্পানীগুলির সকল অফিসার ও অন্যান্য কর্মকর্তার চাকুরী, চাকুরীর কোনো চুক্তি বা শর্তে যাহাই থাকুক না কেন ওই সকল কোম্পানী অবলুপ্ত হইবার তাত্ক্ষণিক পূর্ববর্তী শর্তাবলীতে সরকারের হাতে হস্তান্তরিত হইয়াছে বলিয়া ধরা হইবে।
(ছ) এই অর্ডিন্যান্স দ্বারা বা উহার অধীনে অবলুপ্ত কোম্পানীর কোনো অফিসার বা অন্যান্য কর্মচারীর চাকুরী সরকারের নিকট স্থানান্তরিত হইলে এইরূপ বাতিল ও বদলীর কারণে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাইবে না।
(৩) বিরোধ এড়াইবার উদ্দেশ্যে এতদ্বারা ঘোষণা করা হইতেছে যে, উক্ত আদেশের অধীনে সরকারের নিকট ন্যস্ত অবলুপ্ত কোম্পানীর সকল সম্পত্তি উক্ত আদেশের আওতায় পরিত্যক্ত সম্পতি বলিয়া আর পরিগণিত হইবে না এবং তদনুযায়ী আর উক্ত আদেশের বিধিসমূহের আওতাভুক্ত থাকিবে না।
৭। ক্ষতিপূরণ : (১) ৬ নং ধারার অধীনে সরকারের হাতে ন্যস্ত কোনো অবলুপ্ত কোম্পানীতে বিরাজমান শেয়ার এবং এই সকল শেয়ার হইতে উদ্ভূত সকল স্বত্বের ক্ষেত্রে এই ধরনের শেয়ারের মালিকদিগকে ক্ষতিপূরণ হিসাবে প্রদত্ত হইবে—
(ক) যদি শেয়ারের পূর্ণমূল্য পরিশোধিত হইয়া থাকে, ঐ সকল শেয়ারের লিখিত মূল্য, এবং
(খ) শেয়ারসমূহের পূর্ণমূল্য সম্পূর্ণ পরিশোধিত না হইয়া থাকিলে, ঐ সকল শেয়ারের খাতে প্রকৃতই পরিশোধিত অংকের সমান অর্থ ।
(২) অবলুপ্ত কোম্পানীর একজন শেয়ারহোল্ডার (১) নং উপধারার অধীনে প্রদানযোগ্য ক্ষতিপূরণ গ্রহণ করিয়া লইলে এইরূপ শেয়ারহোল্ডার এইরূপ কোম্পানীর দেনা ও দায়ের সংশ্লিষ্ট সকল দায়িত্ব হইতে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ অব্যাহতি লাভ করিবেন।
(৩) কোনো শেয়ারহোল্ডার (১) নং উপধারার অধীনে তাহার শেয়ারসমূহের জন্য প্রদানযোগ্য ক্ষতিপূরণ গ্রহণ করিতে অস্বীকার করিলে সেক্ষেত্রে ১৯১৩ সালের কোম্পানী আইনের (১৯১৩ সালের ৭ম) অধীনে অবলুপ্ত কোম্পানীর হিসাব-নিকাশের পর দায় অপেক্ষা পরিসম্পদের মূল্য বেশি বা কম হইলে তদনুযায়ী তিনি অংশ লইতে বাধ্য থাকিবেন।
স্বত্বসীল
(৬ নং ধারা দ্রষ্টব্য)
১। আলহেলাল প্রিন্টিং এন্ড পাবলিশিং কোম্পানী লিমিটেড।
২। দৈনিক পাকিস্তান লিমিটেড।
৩।
ন্যাশনাল নিউজ পাবলিকেশন্স লিমিটেড।
৪। জনতা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
শেখ মুজিবুর রহমান; রাষ্ট্রপতি।
বিচারপতি এম এইচ রহমান সেক্রেটারী
ঢাকা ১৩ জুন, ১৯৭৫।
(দৈনিক ইত্তেফাক : ১৭ জুন ১৯৭৫)
সংবাদপত্র (ডিক্লারেশন বাতিল) অর্ডিন্যান্সের পূর্ণ বিবরণ
১৯৭৫-এর সংবাদপত্র (ডিক্লারেশন বাতিল) অর্ডিন্যান্স (১৯৭৫-এর ৩৩তম) এর পূর্ণ বিবরণ :
যেহেতু, জনস্বার্থে কতিপয় সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলকরণ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে; এবং যেহেতু সংসদ অধিবেশন নাই এবং রাষ্ট্রপতি মনে করেন যে, আশু কার্যক্রম অপরিহার্য হইয়া পড়ার মত পরিস্থিতি বিরাজমান;
তাই, এক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩ নং অনুচ্ছেদের (১) নং ধারার অধীনে .... ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নোক্ত অর্ডিন্যান্স প্রণয়ন ও জারী করিতেছেন।
১। সংক্ষিপ্ত শিরোনাম ও বলবত্করণ—(১) এই অর্ডিন্যান্সকে বলা হইবে সংবাদপত্র (ডিক্লারেশন বাতিলকরণ) অর্ডিন্যান্স, ১৯৭৫।
(২) ইহা ১৯৭৫-এর জুন মাসের ১৭ তারিখ হইতে বলবত্ হইবে।
২।
কতিপয় সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলকরণ; ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিষ্ট্রেশন) আইনে (১৯৭৩-এর ২৩তম) (এখন ইহাকে উক্ত আইন বলিয়া অভিহিত করা হইবে) অথবা সাময়িকভাবে বলবত্ অন্য যে কোনো আইনে যাহাই থাকুন না কেন—
(ক) তফসিলে বর্ণিত সংবাদপত্রগুলি ব্যতিরেকে উক্ত আইনের অধীনে যে কোনো সংবাদপত্রের জন্য প্রদত্ত ও গৃহীত ডিক্লারেশন এই অর্ডিন্যান্স জারী হওয়ার সাথে সাথে বাতিল হইয়া যাইবে এবং
(খ) এই অর্ডিন্যান্স জারী হওয়ার পর সরকার কর্তৃক বা সরকারের পক্ষে অথবা জনস্বার্থের খাতিরে অপরিহার্য বলিয়া বিবেচিত কার্যসাপেক্ষে মঞ্জুরযোগ্য সরকারী অনুমোদন লাভ ব্যতিরেকে উক্ত আইনের অধীনে কোনো সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার জন্য কোনো ডিক্লারেশন প্রদান বা গ্রহণ করা যাইবে না।
৩। শর্ত লংঘনের দায়ে ডিক্লারেশন বাতিলকরণ : ২(খ) ধারার অধীনে প্রদত্ত অনুমতি অনুসারে কোনো সংবাদপত্রের জন্য ডিক্লারেশন প্রদত্ত হইলে, যে শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করা হইয়াছিল উহার কোনো শর্ত লংঘন অথবা শর্ত পালনের ব্যর্থতার কারণে সরকার আদেশক্রমে ডিক্লারেশন বাতিল করিয়া দিতে পারিবেন। (তফসিলের পূর্ণ বিবরণ ১২৪টি পত্রপত্রিকার ডিক্লারেশন বহাল শীর্ষক সংবাদে দেখুন)
১২৪টি পত্রিকার ডিক্লারেশন বহাল
গতকাল (সোমবার) সরকার কর্তৃক জারীকৃত সংবাদপত্র (ডিক্লারেশন বাতিলকরণ) অর্ডিন্যান্স ১৯৭৫-এর অধীনে প্রকাশনার ডিক্লারেশন বাতিলকরণ হইতে সরকার ১২৪টি দৈনিক, সাপ্তাহিক, দ্বিপাক্ষিক, মাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পত্রপত্রিকাকে অব্যাহতি দান করিয়াছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) হইতে এই অর্ডিন্যন্স কার্যকরী হইতেছে।
অব্যাহতি লাভকারী পত্রপত্রিকার তালিকা নিম্নরূপ :
দৈনিক পত্রিকা
১ দি বাংলাদেশ অবজারভার, ঢাকা। ২ দৈনিক বাংলা, ঢাকা।
সাপ্তাহিক
৩ বাংলাদেশ সংবাদ, ঢাকা। ৪ বাংলাদেশ সি আই গেজেট, ঢাকা। ৫ বাংলাদেশ গেজেট, ঢাকা।
৬ বাংলাদেশ পুলিশ গেজেট, ঢাকা। ৭ ডিটেকটিভ, ঢাকা। ৮ ডাকবার্তা, ঢাকা। ৯ যুববার্তা, ঢাকা। ১০ সোভিয়েত সমীক্ষা ঢাকা।
১১ সোভিয়েত রিভিউ, ঢাকা। ১২ আরাফাত, ঢাকা। ১৩ প্রতিবেশী, ঢাকা। ১৪ বিচিত্রা, ঢাকা। ১৫ চিত্রালী, ঢাকা।
১৬ সিনেমা, ঢাকা। ১৭ বেগম, ঢাকা। ১৮ ললনা, ঢাকা। ১৯ দি পালস, ঢাকা।
মাসিক পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত : ২৩ পূর্বাচল, ২৪ নবারুণ, ২৫ বাংলাদেশ বেতার (ইংরেজী), ২৬ কৃষিকথা, ২৭ অগ্রদূত, ২৮ বীমাবার্তা, ২৯ সুখী পরিবার, ৩০ বিজ্ঞানের জয়যাত্রা, ৩১ বুলেটিন অব স্ট্যাটিসটিক্স, ৩২ ধানশালিকের দেশ, ৩৩ উত্তারধীকার, ৩৪ গণকেন্দ্র, ৩৫ পুরোগামী বিজ্ঞান, ৩৬ সমবায়, ৩৭ শাপলা শালুক, ৩৮ স্ট্যাটিসটিক্যাল বুলেটিন অব বাংলাদেশ, ৩৯ বাংলাদেশ লেবার কেসেজ, ৪০ ইকনমিক ইন্ডিকেটর অব বাংলাদেশ, ৪১ ল’ এন্ড ইন্টারন্যাশনাল এফেয়ার্স, ৪২ বাংলাদেশ ট্যাক্স ডিডিসশন্স, ৪৩ দি জার্নাল অব ম্যানেজমেন্ট বিজনেস এন্ড ইকনমিক্স, ৪৪ বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমী, ৪৫ ঢাকা ল’ রিপোর্টস, ৪৬ কারিগর, ৪৭ আজকের সমবায়, ৪৮ মা (বাহ্মণবাড়িয়া, কুমিল্লা)।
ঢাকা হইতে প্রকাশিত : ৪৯ বই, ৫০ দীপক, ৫১ উদয়ন, ৫২ ভারত বিচিত্রা, ৫৩ আল মাহদী। ৫৪ আততাওহিদ, ৫৫ নবযুগ (চাঁদপুর, কুমিল্লা) ৫৬ নাদায়ে ইসলাম, ৫৭ তাহাজীব, ঢাকা, ৫৮ সন্দীপণ, পাবনা, ৫৯ আল-আমীন ঢাকা, ৬০, হেফাজত-এ-ইসলাম, ঢাকা, ৬১ ঋতুপত্র, ময়মনসিংহ, ৬২ ছোটগল্প ঢাকা, ৬৩ চন্দ্রাকাশ, ময়মনসিংহ, ৬৪. ঢাকা ডাইজেস্ট, ঢাকা, ৬৫ দীপ্ত বাংলা, ৬৬ ধলেশ্বরী, ৬৭ দিগন্ত, ঢাকা, ৬৮ গণমন, ফরিদপুর, ৬৯ ইস্পাত, কুষ্টিয়া, ৭০ যুগরবি, চট্টগ্রাম, ঢাকা হইতে প্রকাশিত, ৭১ গণসাহিত্য, ৭২ কপোত, ৭৩ মুক্তবাংলা, ৭৪ সওগাত, ৭৫ শতদল, ৭৬ ..... ৭৭ কিংশুক, ৭৮..... ৭৯ আবাহন, ৮০ খেলাঘর, ৮১ টাপুর টুপুর (চট্টগ্রামের), ৮২ বিদিশা, ৮৩ রূপম, ৮৪. রোমাঞ্চ, ৮৫ শুভেচ্ছা, ৮৬ ঝিনুক ৮৭ চিত্রকর, ৮৮ গোয়েন্দা পত্রিকা, ৮৯ জোনাকী, ৯০ চিত্রবাণী ৯১ চলচ্চিত্র, ৯২ নিপুণ, ৯৩ খেলাধুলা, ৯৪ চিকিত্সা সাময়িকী, ৯৫ পারিবারিক চিকিত্সা (নোয়াখালী), ৯৬ হাকিমী খবর (ময়মনসিংহ), ৯৭ স্বাস্থ্য সাময়িকী (ঢাকা), ৯৮ শাশ্বতী, চট্টগ্রাম, ৯৯ বিজ্ঞান সাময়িকী (ঢাকা), ১০০ দি নিউ ইকনমিক টাইমস, ঢাকা, ১০১ ফিনান্সিয়াল টাইমস, ঢাকা, ১০২ উর্বর ময়মনসিংহ, ১০৩ রংপুর সাহিত্য পরিষদ পত্রিকা, রংপুর, ১০৪ মৈত্রী ঢাকা। ( দৈনিক ইত্তেফাক : ১৭ জুন ১৯৭৫) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।