Cheiro Sharier এর বাংলা ব্লগ প্রিয় বন্ধু “রবীন” তুমি চলে গেছো সুদুরে , ভালো চাকুরী ফেলে আরো সমৃদ্ধির আশা’তে, হাজার-হাজার দেরহাম কামাতে জীবনের নিষ্ঠুর বাস্তবতায়, ছেড়ে গেছো আমারে। এত ভালোবাসি তোমায় অনুভব করিনি আগে , আজ হারিয়ে কাঁদছি - অশ্রুসজল দু’চোখে, মনে হয় আর দেখা হবেনা এ ধরা’তে যদি মরে যাই তবু দেখবোনা তোমারে। তুমি ছিলে অপূর্ব সংমিশ্রন রোমান্টিক-বাস্তবিক আর কল্পনাতে , তোমার “ইগো” কভু দেয়নি তোমায় খারাপ হতে, অদ্ভূত বুদ্ধি তোমার ,ভুলিয়ে দিতে যত কষ্ট, আড্ডার মজাতে , তোমার ও যে অনেক কষ্ট- ভাবি মনের আধারে, কত-শত জনের মাঝে খুঁজে ফিরি তোমারে চোখে জল - টলমল , মুখখানি ভাসে মোর স্মৃতি’তে। তবু আশায় চেয়ে থাকি আবার আসবে ফিরে তুমিই তো বলেছিলে “হয়তো বা তিন মাস” কিন্তু কবে বন্ধু ঐ তিন মাস ফুরাবে??? তবু মনে হয় হটাৎ কোন এক ক্ষনে কেউ এসে বলবে কানে- “সে এসেছে” ঘুম থেকে লাফিয়ে উঠবো জেগে ছুটে যাবো দেখতে মোর প্রিয় বন্ধুরে, সুর্দশন গড়নে-জিন্স আর টি সার্টে , বাঁ কানে রিং পড়া- চশমা’টা লাগিয়ে , হাস্যজ্জ্বল ভংগীতে- পুরানো অভ্যাসে, খোঁচা দিয়ে কথার মারপ্যাচে - আমাই আটকাতে। তারপর “ডেভিড চলেন যাই রাসমনি ঘাটে, আজ শুক্রবার - অনেক জিনিস আসবে দেখি কপালে যদি কিছু জোটে , হতে ও পারে পরিচয় কোন সুন্দরীর সাথে”!!! আর সিগারেট টা থাকবে ঠোঁটে দুষ্টুমির ছলে একটা সেটে দেবে কানে , আর লাইটারের জন্য হাত বাড়ালে আমিও দেব আনমনে, যেন এভাবেই ঘটে , সাথে মোবাইলে বান্ধবীর সাথে কথা - ফিস্ ফিস্ করে আমিও কিন্তু ঠিক নেব আদায় করে যেতে পারবেনা বন্ধু আর আমাদের ছেড়ে । কিন্তু হায়! সে কোথায় - হারিয়েছে অধরায়! , ঘোড়ে’র মাঝেই আছি স্বপ্নেতে…………!!! এখন রবীন আর মিস্ কল দেয়না ঘর থেকে বের হতে……………………….. , এখন আমায় কেউ বলেনা যেতে রাসমনি ঘাটে………………………………… , এখন আর কেউ বায়না ধরেনা “বুকে কাশি” সাদা বেনসন খেতে……………………. , এখন আমায় আর কেউ আটকায় না, কথার মারপ্যাচে,………………………………………… কত জন ই এলো গেলো কারো সাথে মেলে না আমার প্রিয় বন্ধু রবীনে’র সাথে…………………………………..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।