আমাদের দেশের রাজনৈতিক যেই অবস্থা তাতে আমরা সবাই মোটামুটিই নিশ্চিত যে আমাদের দেশে কখনোই এক সরকার পর পর ২ বার ক্ষমতা পায় না। আমার মনে হয় জীবনে পাবে ও না। এর পিছনে বৈদেশিক অনেক পরাশক্তি সব সময় ই কাজ করে।
আমার এই লেখা কোনো রাজনৈতিক দল এর বিরুদ্ধে নয়। কারন যেই সরকার এ আসুক না কেন, আমাদের কোন লাভ হয় না।
সবাই তাদের নিজস্ব আখের গুছাতেই সব সময় মহাব্যস্ত থাকে।
"১৬ কলা পূর্ণ হওয়া" আমাদের একটা বাগধারা আছে। এই বাগধারা টার আসল ব্যাবহার দেখা যায় আমদের দেশের রাজনৈতিক দল গুলো ক্ষমতায় আসার পর।
আমি নিছে সেই ১৬ কলা পূর্ণ হওয়ায় সাহায্য করা কলা গুলো আপনাদের দিচ্ছি। কারও যদি ইচ্ছা হয় খেয়ে দেখবেন।
তবে এই সব কলা না খাওয়াই ভাল।
১ লোডশেডিং
২ মুহূর্তে মুহূর্তে হরতাল
৩ নোংরা ছাত্র রাজনীতি
৪ অগনিত মিথ্যা আশ্বাস (আশ্বাশ দিতে পয়সা লাগে না)
৫ আকাশছোঁয়া দ্রব্যমূল্য
৬ চরম অনিশ্চিত শেয়ারবাজার (মানুষরে ফকির বানাইয়া দিছে)
৭ ঘুষ ( যেন বাপ দাদার সম্পত্তি)
৮ চাঁদাবাজি
৯ ট্রাফিকজ্যাম ( প্রতিদিন এর বন্ধু)
১০ দুর্নীতি
১১ বুড়িগঙ্গা অবৈধ দখল
১২ ছিনতাই
১৩ বাস CNG অটোরিক্সার ভাড়া বৃদ্ধি ( টাকা দেওয়ার সময় যে কি কষ্ট লাগে)
১৪ দলীয়করণ
১৫ ধর্ষণ ( প্রতিদিন এর খবরের কাগজের সব চেয়ে নিয়মিত খবর)
১৬ খুন (এই ঘটনা ছাড়া কোন দিন পাওয়া গেলে সেই দিনকে দিবস বলে ঘোষণা দেওয়া যেতে পারে)
তাই যেই সরকারই ক্ষমতায় আসুন না কেন দয়া করা নিজেদের ১৬ কলা পূর্ণ না করে আমাদের দেশের ১৬ কলা পূর্ণ করেন। তাহলেই হয়ত আমাদের দেশের উন্নতি সম্ভব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।