www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি" পোস্টটা না দিয়ে আর পারলাম না ,একজন অসুস্থ ব্লগারের অবাধ বিচরনে ব্লগের পরিবেশ ধিরে ধিরে গুমোট হয়ে যাচ্ছে,সে সেই ব্লগার মানবীর স্টিকি পোষ্টে পর্যন্ত তার সেই নোংরা মানসিকতার বহিঃপরকাশ করতে থামেনি!!! তাছাড়া অন্যান্য ব্লগারদের পোষ্টেও একটি অশ্লীল ব্লগস্পট সাইটের লিংক প্রকাশ করে যাচ্ছে অনবরত,আমি ব্লগ মডারেশনের দৃস্টি আকর্ষন করে বলছি এই বিরক্তকর,নোংরা ব্লগারদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন.... আমি আর তার নাম উচ্চারন করলাম না.... আপনারাই তার নোংরামির কিছু নমুনা দেখেনিন.... সর্বশেষ সেই ব্লগার তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং লজ্জীত মনে হচ্ছে,এ ব্লগার সেই ঐ নোংরা কাজটি আর কারো ব্লগ গিয়ে করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে,তাকে পর্যবেক্ষণে রাখা হলো ,আর যদি পরবর্তিতে তাকে ঐ ধরনের নোংরা ব্লগস্পটের(১৮+) লিংক কারো পোষ্টে ছেড়ে আসতে না দেখা যায় তবে এ পোস্টটি ড্রাফট করা হবে,,,, সবার মতামতের জন্য ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।