ভিটামিন এ ক্যাপসুল খেয়ে দেশের বিভিন্ন স্থানে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে; গুজব না বাস্তবতা ???? আমার নুল হাইপো থিসিস (ভিটামিন এ ক্যাপসুল খেয়ে দেশের বিভিন্ন স্থানে একটা শিশুও অসুস্থ হয়ে পড়েনি) আপাত ভুল প্রমাণিত হলো। ঘুম থেকে উঠে ফেবুক ও ব্লগে দেখি ভিটামিন এ ক্যাপসুল খেয়ে দেশের বিভিন্ন স্থানে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আজকাল ফেসবুক ও ব্লগ হয়ে পড়ছে অপপ্রচারের প্রধান মাধ্যম। মুক্তিযুদ্ধ বিরোধী জামাত-শিবির থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী আওয়ামীলীগ কেউই কারো চেয়ে কম যায় না। তাই পরিসংখ্যানে শেখা সিগনিফিকেন্স টেস্টের নুল হাইপোথিসীস অনুসারে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে দেশের বিভিন্ন স্থানে একটা শিশুও অসুস্থ হয়ে পড়েনি ধরে নিয়ে ঢাকা শহরের কোন এক হসপিটালে আজকে রাতে ডিউটি-রত এক ডাক্তার কে ফোন দিলাম যে সে এই রকম কোন কেস পেয়ছে কি না? সে আমাকে জানালো আমি তাকে কল দেবার ৫ মিনিট পূর্বে একটা বাচ্চাকে ট্রিটমেন্ট দিয়েছে যে কিনা ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বমি ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়েছে। সুতরাং আমার নুল হাইপো থিসিস আপাত ভুল প্রমাণিত হলো সেই সাথে কনফিডেন্স লেভেল এর % বাড়ানোর জন্য তাকে অনুরোধ করেছি যে আজ রাতে যতগুলো কেস আসবে সবগুলো ভালো করে ওবজারভেশন করে লিপিবদ্ধ করতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।