জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। গ্রামের বউদের কষ্টঃ ۞ গ্রামের কিষাণবধূ ভোর চারটায় ঘুম থেকে উঠে পুকুর থেকে পানি আনে, ۞ নামাজ সেরে ঘর-উঠান ঝাড়ু দেয়া, ۞ রান্নার জন্য চুলা জ্বালানো, ۞ গরুর খাবার দেয়া, ۞ ধান ঝাড়াই-মাড়াই করা থেকে শুরু করে গোলায় তোলা, ۞ ধানবীজ সংরক্ষণ করা, ۞ খাবারের জন্য শস্য ভাঙানো, ۞ হাঁস-মুরগি প্রতিপালন, ۞ শাকসবজি উৎপাদন এসব করতে করতেই বেলা শেষ হয়ে যায়। ۞ সারাজীবন এভাবেই কাটে কৃষাণীর। এত পরিশ্রম করার পরেও অনেকে স্বামীর হাতে মার খায়। যৌতুকের জন্য নির্যাতন সহ্য করতে হয়। শাশুর-শাশুড়ী-ননদ-দেবরের নানা কথা শুনতে হয়। গরীব বলে তারা কোথাও বিচারও পায় না।--------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।