আজ আমার মন ভাল নেই। সময় আর অসময়ের আধো আলো আনু মুহাম্মদের পর এবার রাজপথে রক্তাক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক রেহনুমা আহমেদ। একই ইস্যুতে আন্দোলন করতে গিয়ে আনু মুহাম্মদ আক্রমণের শিকার হন ২০০৯ সালের ২ সেপ্টেম্বর আর রেহনুমা আহমেদ শিকার হলেন ১৪ জুন মঙ্গলবার।
মহাজোট সরকার ২০০৯ সালের ২৪ আগস্ট সাগরের তিনটি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোর সঙ্গে পিএসসি স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়।
চুক্তি স্বাক্ষরের এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ২০০৯ সালের ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাওয়ের কর্মসূচি নেয়।
ওই সময় জাতীয় কমিটি বলেছিল, “শতকরা ৮০ শতাংশ রফতানির সুযোগ রেখে দেশের সমুদ্রসীমায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশী কোম্পানির সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) তা দেশের কাজে আসবে না। ২০ শতাংশ গ্যাস সমুদ্র থেকে এনে ব্যবহার করা অর্থনৈতিকভাবে লাভজনক হবে না। ফলে ওই ২০ শতাংশও রফতানি করা হবে। ”
দাবি আদায়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোবাংলা ঘেরাও করতে গিয়ে রাজধানীর বিজয়নগরে পুলিশের ব্যাপক লাঠি পেটার শিকার হন অধ্যাপক আনু মুহাম্মদ।
ওই ঘটনায় তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল হকসহ ৩০ জনের জখম ছিল গুরুতর।
মোট আহত হয় ৭০ জন।
ওই সময় সরকারেরর পক্ষ থেকে পিএসসির ১৫ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয় যে ‘‘প্রাপ্ত গ্যাস কেনার প্রথম দাবিদার সরকারের নিয়ন্ত্রণাধীন কোম্পানি পেট্রেবাংলা। যদি কখনো সরকার দেখে যে দেশে গ্যাস দরকার নেই এবং সে কারণে কিনতে না চায় তবে সংশ্লিষ্ট কোম্পানি দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে (গ্যাস ভিত্তিক বিশেষায়িত শিল্প প্রতিষ্ঠান) বিক্রির প্রস্তাব করবে। ’’
‘‘যদি সেখানেও ক্রেতা না পাওয়া যায় তবে ওই কোম্পানি আবার সরকারের কাছে তরলায়িত (এলএনজি) করে গ্যাস রফতানি করার আবেদন করবে। ’’
সম্প্রতি পিএসসির এই ধারায় সংশোধন এনে সরকার বিদেশী কোম্পানিকে দেশের ভিতর যে কারো কাছে গ্যাস বিক্রির সুযোগ দেয়া হয়।
সে অনুযায়ী সাগরের ওই ব্লকগুলোতে অনুসন্ধানের চুক্তির প্রস্ত্ততি নিলে জাতীয় কমিটি তা দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে আন্দোলনে নামে।
আন্দোলনের নানা কর্মসূচির পর সরকার তা থেকে ফিরে না আসায় তারা এবার মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়। তাতে এবার রক্তাক্ত হয়েছেন অধ্যাপক রেহনুমা আহমেদ। আহত হয়েছেন ২০ জন।
চুক্তি ঠেকাতে আগামী ১৬ জুন জাতীয় কমিটি দেশব্যাপী কালো পতাকা মিছিল করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।