আমাদের কথা খুঁজে নিন

   

সার্চ ইঞ্জিনগুলো আইপিভিসিক্স ব্যবহারে উৎসাহ।

সকল প্রশ্নের উত্তর চাই....... সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহুসহ প্রভাবশালী ওয়েবসাইটগুলো নতুন ইন্টারনেট প্রটোকলের ষষ্ঠ সংস্করণ (আইপিভিসিক্স) চালু করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে। গুগল, ইয়াহু ছাড়াও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ইতিমধ্যে আইপিভিসিক্স এক দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালু করে। ৮ জুন বিশ্ব আইপিভিসিক্স দিবসে ওয়েবসাইটগুলো এ পরীক্ষা চালায়। ওয়েবসাইটগুলো বলছে, আইপিভিসিক্স বিদ্যমান আইপিভিফোর সংস্করণের চেয়ে অনেক উন্নত। যেহেতু দিন দিন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, তাই এই নতুন ইন্টারনেট ঠিকানাব্যবস্থা সব ওয়েবসাইটের গ্রহণ করা উচিত।

যদিও আইপিভিসিক্স সব ওয়েবসাইটে চালু করতে কয়েক বছর সময় লেগে যাবে। ইতিমধ্যে অল্প কিছুসংখ্যক ওয়েবসাইট আইপিভিসিক্স চালু করেছে। তারাও এই নতুন ইন্টারনেট ঠিকানাব্যবস্থার প্রশংসা করেছে। যুক্তরাজ্যের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান প্লাসনেটের প্রধান কর্মকর্তা রিচার্ড ফ্লেচার বলেন, এ মুহূর্তে যুক্তরাজ্যের অনেক ওয়েবসাইট আইপিভিসিক্স চালু করার জন্য প্রস্তুত। তবে করপোরেট ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আইপিভিসিক্স চালু করা কিছুটা কঠিন হবে।

কেননা, আইপিভিসিক্সের দাম অনেক বেশি। কাজেই অনেক প্রতিষ্ঠান চাইবে না এটি চালু করতে। —বিবিসি অবলম্বনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।