আমি বাংলার...।
ইউকেবিডি ডেস্ক :: বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রতিদিনই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ পাঠ করেন। অন্য ধর্ম সম্পর্কে জ্ঞানার্জনের জন্যই কোরআন শরীফ পড়েন বলে তিনি রোববার বৃটেনের অবজারভার ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে জানিয়েছেন।
বৃটেনের প্রধানমন্ত্রী থাকার সময় তিনি সবসময়ই ধর্ম নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানাতেন। কিন্তু ২০০৭ সালে ডাউনিং স্ট্রিট ছাড়ার পর ব্লেয়ার ধর্মকে বেশ গুরুত্ব দিতে শুরু করেন।
ক্ষমতা ছাড়ার কয়েক মাস পরে ক্যাথলিক মতবাদ গ্রহণকারী এখন বলছেন, তিনি রোজই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পড়েন। অবজারভারকে তিনি বলেছেন, আমি প্রতিদিনই কোরআন পড়ি। তিনি বলেন, বিশ্বে যা ঘটছে সেটা বোঝার জন্য আমি কোরআন পড়ি। তবে এর প্রধান কারণ হচ্ছে- এটি অত্যন্ত পরামর্শমূলক। ব্লেয়ার মনে করেন, কোরআনের তথ্যজ্ঞান তাকে মধ্যপ্রাচ্যে দূত হিসেবে তার বর্তমান দায়িত্ব পালনে সহায়ক হবে।
সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী এখন ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে কাজ করছেন। টনি ব্লেয়ার এর আগেও ইসলামধর্মকে ‘সুন্দর’ বলে উল্লেখ করে এর প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, নবী মোহাম্মদ বেশ সুসভ্য ক্ষমতার অধিকারী ছিলেন। ২০০৬ সালে তিনি বলেছিলেন, কোরআন হচ্ছে সংস্কারের গ্রন্থ, এটি জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে কুসংস্কারকে পরিহার করেছে। এটি অত্যন্ত বাস্তবসম্মত এবং বিয়ে, নারী অধিকার ও সুশাসনের প্রশ্নে সময়ের চেয়ে এগিয়ে রয়েছে।
কোরআন পাঠ ব্লেয়ারকে কেবল মধ্যপ্রাচ্য শান্তিদূত হিসেবে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রেই সহায়ক হবে না, এর মাধ্যমে তার শ্যালিকা লরেন বুথের সঙ্গেও তার সাদৃশ্য পাওয়া যাচ্ছে। চেরি ব্লেয়ারের সৎ বোন সাংবাদিক লরেন বুথ গত অক্টোবরে ইসলামধর্ম গ্রহণ করার ঘোষণা দেয়ার পর অনেকেই সমালোচনা করেছিলেন। ইরানে একটি মাজার পরিদর্শন করাকে তিনি ‘পবিত্র অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করে ইসলামধর্ম গ্রহণ করেছিলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।