আমাদের কথা খুঁজে নিন

   

সেই লাল গোলাপ, রক্তের সেই লাল রং

I have recognized God from the breaking of my plans ( Hazrat Ali [R.A] ) গল্পের নায়ক আল বসীর, লাল সরকারী পার্টির কমিশনার থেকে কিছু দিন আগেই সততার সম্মানী পুরোষ্কার পেয়ে ছিলেন, যতনাটা তার যোগ্যতা তার চেয়ে কমিশনারের পছন্দের লোক বলে। কেন এই পছন্দ? আল বসীর তা বুঝে উঠতে পারেন না। তবে কমিশনারকে তিনি অনেক সম্মান করেন, তার বদলোতেই পুলিশের সাধারন সদস্য থেকে এরিয়া কমান্ডার হতে পেরেছেন। এর বিনিময়ে কমিশনারও করিয়ে নিয়েছেন বিভিন্ন কাজ। কিছুটা কমিশনারের নিজের আর কিছুটা পার্টির।

বাহিরের দেশের মানুষ আসলে, এই লাল পার্টিকে বাহবা দিয়ে যায়। কি শান্তি শৃংকলা। কিন্তু আল বসীর সাহেব জানেন, কিভাবে এই শান্তি। পার্টির লোকেরা নয়ত, পুলিশ বাহীনি দিন রাত পুরো দেশবাসীকে চোখের উপর রাখেন। পার্টির বিরুদ্ধে কেউ কিছু বললেই, পার্টি অফিসে এনে মাইর দেওয়া হয়।

এই মাইর দিতে বসীর সাহেবের অনন্দ অনেক। ব্যাটা পার্টির খেয়ে পার্টির বদনাম করছ ? সাহস কত। বসীর সাহেব এতিম অবস্থায় মানুষ হয়েছেন। কিভাবে এতিম হয়েছেন এ ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না। তবে ছোট বেলার কথা আবছা আবছা মনে করতে পারেন।

তাদের একটি সাদা রং এর বাড়ি ছিল, তার সামনে ছিল ছোট খাট একটি বাগান। সেখানে তার মা ফুলের গাছের পরিচর্যা করতেন। একবার একটি লাল গোলাপ দেখিয়ে তার মা বলে ছিলেন, এ হচ্ছে লাল গোলাপ, ভালবাসার প্রতিক, মানুষকে ভালবাসতে চেষ্টা করিস। মায়ের মুখ আবছা আবছা মনে আছে বশীর সাহেবের। মানুষকে ভালবাসা আর বসীর সাহেবের হয়ে উঠেনি।

সরকারী চাকরির বদলে লাল পার্টির একজন লাঠিয়াল হয়ে গেছেন। এ নিয়ে তার কোন কষ্ট নেই। মানুষ কত কী করে, এতিম অবস্থায় তার সাথে যে রূপ ব্যাবহার করা হয়েছে, তা সে ভুলে কি করে। মানুষ যেন তাকে যুতার তলায় রাখত। সে অবস্থা থেকে লাল পার্টির তাকে তুলে নিয়ে এসেছে।

এখন তিনি পুলিশের এরিয়া কামান্ডার। নিজের একটি তিন তালা বাড়িও আছে। তাই, লাল পার্টির যেকোন আদেশ বলা মাত্রই তামিল করেন। কাউকে গুলি করতে বললেও করেন। গত শনিবার, পার্টির অফিসের সামনে ব্যাপক গোলাযোগ, বেকুব মানুষগুলি আবার চিল্লা ফেল্লা শুরু করেছে।

বিশস্থ এরিয়া কামান্ডার বসীর সাহেবেরই ডাক পরল। লালা পার্টির কমিশনার সাহেব জানিয়েছেন, এই বিক্ষোভ দমাতে পারলে বশীর সাহেবকে কমিশনার করা হবে। প্রয়োজনে ব্রাস ফায়ার করার পারমিশন দিয়ে দিলেন। বশীর সাহেব উত্তাল জনতার উদ্দোশ্যে হুমকি দিলেন। না থামলে ব্রাস ফায়ার করে এই চিল্লা চিল্লির অবসান এই মুহুর্তেই করবেন।

পুলিশের সদস্যরা ভয়ানক কষ্ট করে যাচ্ছে। ইট পাটকেলের আঘাত পুরোটাই এদের উপর পরতেছে। বশীর সাহেব আর দেড়ি করতে পারেন না। আকাশে ফায়ার করার হুকুম দিলেন। ঠাস ঠাস, আওয়াজ, মুহূর্তেই দোড়া দোড়ি।

কিন্তু মানুষ গুলো বেহায়া হয়ে উঠেছে। আবার তারা স্লোগান দেওয়া শুরু করেছে। আর ধৈর্য ধরা যায় না, ব্রাস ফায়ারের হুকুম দিলেন। নাহ, উনার পুলিশের ছেলেরা হুকুম অমান্য করল। বসীর সাহেব উঠে দাড়ালেন।

কি করবেন বুঝতে পারলেন না, সরাসরি কমিশনারকে ফোন দিয়ে জানালেন, কমিশনার জবাব দিলেন, সব কটা পুলিশ সদস্যকে জমের বাড়ি পাঠাবেন, তিনি এক্ষুনী এক ট্যাঙ্ক সহ এদিকেই আসছেন। বসীর সাহেব, পুলিশের জুনিয়র সদস্যদের আচরন নিয়ে চিন্তা করছিলেন। ছেলে গুলো এত বড় রিস্ক নিল। মাথা ঘুরে গেল বসীর সাহেবের। ঐখানে গুলি করলে হয়ত অনেকেই তার মত এতিম হত।

শেষ পর্যন্ত মায়া লাগলো এই যুবক পুলিশদের জন্য। ইতিমধ্যে কমিশনার সাহেব তার দল বল টাংক সহ হাজির। কমিশনারঃ মিস্টার বসীর, হোয়ার ইজ ইয়োর ফোর্স । বসীরঃ স্যার, এই টোল্ড দেম টু গো আউট ফর্ম দিস এরিয়া । কমিশনারঃ হোয়াট ? বসীরঃ Yes sir, I know What you will do, Your party has no love for the people even if they serve you for long time. কমিশনারঃ Do you aware what you are saying ? বসীরঃ Sir, I have understood, Soon there will be no Boshir in this world. Sir, I had a Mom, She told me to love the people, But I could not. Sir, these boys have showed me what is love. Dear Sir, You give me many things, Your party gives me lot of things. At Last I realised, I should be a person what my mom want's. Sir, If I did any things for your party, Please Plant a rose-tree in my grave.. (আমি বুঝেছি, কিছুক্ষনের মধ্যে বসীর নামে কেউ এই দুনিয়ায় থাকবে না।

স্যার, আমার একজন মা ছিলেন, তিনি যেন মানুষকে ভালবাসী, তাই বলেছিলেন। কিন্তু আমি তা পারিনি। স্যার, এই ছেলে গুলো আমাকে শিখিয়েছে ভালবাসা কি। স্যার, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এই পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু সবশেষে আমার উচিত মায়ের চাওয়া মত মানুষ হওয়া।

স্যার, আমি যদি পার্টির জন্য কিছু করে থাকি, তাহলে আমার কবরের উপর একটি গোলাপ গাছ লাগিয়েন) আকাশের দিকে তাকিয়ে বসীর সাহেব জোর গলায় বলে উঠলেন, হে আল্লাহ পাক, তুমি আমায় মাফ করে দিও। "সিরীয় কর্তৃপক্ষের দাবি, গত সোমবার এই শহরে সরকারবিরোধীরা ১২০ জন পুলিশকে হত্যা করে। মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অপারগতা প্রকাশ করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই পুলিশ সদস্যদের গুলি করে হত্যা করে। " – প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।