আমাদের কথা খুঁজে নিন

   

বদল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ শিবিরের সাম্রাজ্যে বলে খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বদল হয়েছে। দীর্ঘ টানা পোড়েনের পর ভিসি'র দায়িত্ব দেয়া হয়েছে আনোয়ারুল আজিম আরিফকে। ভারপ্রাপ্ত দায়িত্ব থেকে মুক্ত হয়েছেন আলাউদ্দিন। নতুন ভিসি চট্টগ্রামের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরী বিরোধী লবিং এর লোক বলে পরিচিত। মহিউদ্দিন চৌধুরীর ইচ্ছে ছিল ভিসি করবেন সমাজতত্ত্ব বিভাগের ইফতেখার উদ্দিন চৌধুরীকে।

কিন্ত শেষপর্যন্ত দৌড়যাপ করেও ইফতেখার টিকতে পারলো না। সাবেক ভিসি আবু ইউসুফ মারা যাবার পর ভিসি হবার দৌড়ে অনেকে ছুটে যান বিভিন্ন মহলে। তবে চট্টগ্রামের রাজনীতিবিদদের ইচ্ছে ভিসি হতে হলে চট্টগ্রামের লোককেই দায়িত্ব দিতে হবে। চট্টগ্রামের শিক্ষকরাই বরাবরই ভিসির দায়িত্ব পান। দেখা যাক-আনোয়ারুল আজিম কিভাবে তার প্রশাসন চালায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।