আমাদের কথা খুঁজে নিন

   

এক ঘণ্টায় পণ্য দিচ্ছে ইবে

অনলাইন নিলাম সাইট ইবে সোমবার আনুষ্ঠানিকভাবে অনলাইনে পণ্যসামগ্রী অর্ডার দেওয়ার ব্যবস্থা চালু করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, স্যান হোসে, নিউ ইয়র্ক সিটি ছাড়াও এখন পেনিনসুলা, ব্রুকলিন এবং কুইন্সে ইবের নতুন সেবাটি পাওয়া যাবে।
ইবের ভাইস প্রেসিডেন্ট ডেন গ্লাসগো বলেন, “আজকাল ঘরে বা রাস্তায় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকা ক্রেতার কেনাকাটাকে অনেকটাই প্রভাবিত করে।”
যেসব পণ্যের জন্য অনুরোধ করা হয়, তা স্থানীয় দোকান থেকে কিনে সাধারণত একঘণ্টার মধ্যেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় ইবে। ইবের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে অটোজোন, বেবিস আর আস, বেস্ট বাই, ফিনিশ লাইন, জিএনসি, গিটার সেন্টার, ডিপো প্রভৃতি। এসব প্রতিষ্ঠানে আইপ্যাড থেকে শুরু করে জ্বরের ওষুধ, সবই অর্ডার দেওয়া যায়।
কিন্তু ইবের এই হোম সার্ভিস চাইলে কমপক্ষে ২৫ মার্কিন ডলারের কেনাকাটা করতে হবে। আর প্রথম ডেলিভারি বিনামূল্যে হলেও, পরবর্তী সময় থেকে প্রতি ডেলিভারি চার্জ পাঁচ মার্কিন ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।