আমাদের কথা খুঁজে নিন

   

এক ডিমে দুই কুসুম !! এর ব্যাখ্যা কি ??

বিকেলের দিকে আম্মাকে একটা ডিম মামলেট করে দিতে বলি । আম্মা রান্নাঘরে গেলেন এবং কিছুক্ষন পর ডাকা শুরু করলেন । চিৎকার করে বললেন, দেখবি তো এখানে আয় । আমি বললাম, ডিম মামলেটে আবার দেখার কি আছে ! আমি রান্নাঘরে গেলাম এবং যে জিনিসটা দেখলাম তাতে তো আমার চোখ ছানাবড়া । দেখি কড়াইয়ের গরম তেলে ডিমের সাদা অংশের উপর দুইটা কুসুম !প্রথমে চোখ দুইটা কচলালাম ।

চোখ খুলে দেখি, না ঘটনা সত্যিই ঘটেছে । পরে মনে হল, এরকম হতেই পারে আর তাই ডিম মামলেট দিয়ে নিজের উদর পুর্তি করলাম । যাই হোক এ ধরনের ঘটনা আগে কেউ দেখেছে কিনা সন্দেহ আছে । যদি না দেখে থাকে তবে তো আমি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম । আর বিশেষ-অজ্ঞ যারা আছেন দয়া করে তাদের কাছ থেকে এর ব্যাখ্যা জানতে চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।