আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যখন বাংলা পরীক্ষা দিচ্ছিলাম

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো জার্মানিতে হিটলারের নাজি বাহিনীর দখল প্রতিষ্ঠিত হয় রাইখস্টাগব্র্যান্ড বা পার্লামেন্টে আগুনের ঘটনায়। পার্লামেন্টের আগুনের পরপরই বিরোধীপক্ষকে গনগ্রেফতার করে ইলেকশনে মেজরিটি হাসিল করে হিটলার। আজকে দেখলাম ৬টা ককটেলে ১৫০জন বিএনপি নেতা আটক। তাদের দলীয় কার্যালয়ে তল্লাশী করে কিছু ককটেল উদ্ধার হলো। ককটেল রাখার অপরাধে ১৫০জন গ্রেফতার? ককটেল নাকি এটম বোম ভাই? গুম্ফ মানবাধিকার পদকজয়ী স্বরাষ্ট্রমন্ত্রী একই সময়ে হাজির হয়ে গেলেন ৭১ টিভিতে লাইভ।

বেশ একটা সিন্ক্রনায়জেষণ। এদিকে থানায় হামলা, গুলি করে পিটিয়ে পুলিশ হত্যা, মন্দিরে,রেলে অগ্নিসংযোগের অপরাধে জামাতকে মামুলি হলুদ কার্ডও দিচ্ছে না। ১ লক্ষ টাকা মুচলেকা দিয়ে জামাত নেতা ছেড়ে দিচ্ছে আর মির্জা ফখরুলকে প্রায় ৫০টা মামলা (৪৩ পর্যন্ত গুন্সিলাম, এতক্ষণে ফিফটি হয়ে গেছে মনে হয়) দিয়ে দফায় দফায় গ্রেফতার করতেছে। খালেদা জিয়ার বাড়ি দখল করার সময় আর্মির আইএসপিআর কিছু পর্ণ ম্যাগাজিন খালেদার বেডসাইড টেবিলে পাওয়ার গল্প শুনাইছিল। কিছু মাথানষ্ট টিভি পত্রিকা সেই অশ্লীল ছবি ছাপিয়েও দিল।

বিএনপির কার্যালয়ে আরো নাটকীয় কিছু খুঁজে পেলে অবাক হব না। জামাতকে নিষিদ্ধ না করে, ককটেল রাখার মামলায় বিএনপি নিষিদ্ধ করে দেন। কেল্লা ফতে। সাপ না মেরে, লাঠি না ভেঙ্গে ওঝা কুপোকাত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।