আমাদের কথা খুঁজে নিন

   

এই গানটা শুনেছি আজ কয়েক বার

শেষ বারের মতো সতর্ক করছি... প্রেম রবি ঠাকুর। এ পারে মুখর হল কেকা ওই,এ পারে নীরব কেন কুহু হায় এক কহে,আর-একটি একা কই,শুভযোগে কবে হব দুঁহু হায় অধীর সমীর পুরবৈয়াঁ নিবিড় বিরহব্যথা বইয়া নিশ্বাস ফেল মুহু মুহু হায় আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে– ‘আমি কেন তিথিডোরে বাঁধা রে,ফাগুনেরে মোর পাশে কে আনে ঋতুর দু ধারে থাকে দুজনে,মেলে না যে কাকলি ও কূজনে আকাশের প্রাণ করে হূহু হায় এখানে থেকে ডালো করা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।