আগামী ৬ অগাস্ট থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত ওই সড়কে গণপরিবহণ ছাড়া অন্য কোনো ভারি যান চলাচল বন্ধ থাকবে।
বুধবার চট্টগ্রামের পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহণ মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ৯ অগাস্ট ঈদের সম্ভাব্য দিন ধরে ৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে বাস-ট্রেনের বিশেষ সার্ভিস। তবে মূলত ৬ অগাস্ট থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘœ করতে এবং মহাসড়ক যানজটমুক্ত রাখার ব্যাপারে পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে।
”
একেএম হাফিজ বলেন, বৈঠকে পরিবহণ মালিকরা গত বছরের মত এবারো ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে ভারি যান চলাচল বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন।
“এসময়ে গণপরিবহনের বাইরে শুধু রপ্তানিমুখী ও খাদ্যদ্রব্য বহনকারী ট্রাক, কভার্ড ভ্যান বা লরি মহাসড়কে চলাচল করবে। অন্য কোনো ভারি যানবাহন চলাচল করবে না বলে পরিবহন মালিকরা জানিয়েছেন।
তবে বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার উপর নির্ভর করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এছাড়া মহাসড়কে ডাকাতি রোধে যাত্রীদের ছবি তুলে রাখতে বৈঠকে পরিবহণ মালিকদের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়া যানজট নিরসনে মহাসড়ক থেকে হকারদের সরাতে এবং দ্রুত রাস্তা সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির নেতা শফিউর রহমান টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানুষের ভোগান্তি রোধে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে ট্রাক-লরি, কভার্ড ভ্যান ও ট্রেইলার চলাচল কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কয়েকদিনের মধ্যে মহাসড়কে লরি-ট্রেইলর চলাচল বন্ধ করে দেয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।