রোলিং .... ৯,৮,৭,৬,৫,৪,৩,২,১ ...অ্যাকশন কেন দেই ? আর কোন উপায় নাই তাই দেই ..... আর ভুদাই থেইক্কা ভুদাই পাবলিক - ই তো নেতা হয় , তাই নেতাগুলাও একেকটা ভুদাই। আর ভুদাই - ভুদাই এ দেশের সবকাজেই ভুদায়িত একটা ভুদাভাব দেখা যায়। তাই ভুদিত লোকেরা একই চক্রে বারবার ঘুরতেছে। আর তাতে আমার মনে হয় যেই দিন পর্যন্ত দেশের মানুষ আর্থিক দিক দিয়ে সাবলম্বী না হবে ততদিন ভুদিত হতে-ই হবে। অর্থনৈতিক ভাবে কোন গ্রুপের প্রতি নির্ভরশীল না হলে ধাপে ধাপে এদের বলয় থেকে বের হওয়া সম্ভব । কিন্তু ঐ যে ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - ভুদাই - দেশটাই এমন। খারাপ লাগে শিক্ষিত এবং সাবলম্বী, মুক্তমনা মানুষদের জন্য যারা আগেও নাই আবার পিছেও নাই । তবে তারাও ভুদিয় রাজনীতির ফসলের শিকার । জয় হোক বঙ্গভুদাতা ~ জুন ১৩; ২০১১ ~
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।