এটা জিনিস খেয়াল করলাম। পা্বত্য চত্ত্রগ্রামে পরস্পর বিরোধী দুইংগঠনের গোলাগুলিতে ৪ জন নিহত। ্বিখ্যাত কতিপয় ব্লগাররা বলছে এটা নাকি ভাই ভাইয়ের সংঘর্ষ। আফসোস লাগলো এই জন্য যে এই ব্লগার রাই আওয়ামী লীগ, বিএনপি নিয়া ব্লগ, ফেস বুক মাতায়ে রাখেন। ক্যান এরা কি বাালি না। এরা কি ভাই না এঁকে অপরের। তখন এই সুশীলতা কই থাকে? পাহাড়ের সব উপজাতি কে এক করে দেখতে পারেন। কিন্তু নিজের গোত্রের বেলায় এরকম আত্মঘাতী কেন? আপনাদের কেন রাজাকার বলা হবে না? পাহাড়ের ঐ জনগোষ্ঠীর প্রতি এত দরদ, নিজের বেলায় নাই ক্যান? এই যে ৩০-৪০ বছর ধইরা চলতাছে পাল্টা পালটী হামলা মামলা, সেইটারে ভাত্ত্রিঘাতি মনে হয়না? দেশ কি খালি বিএনপি'র একার? নাকি শুধু আওয়ামী লিগার দের? বি দ্র। পোস্টটা সম্ভবত এটু সুশীল হয়ে গেসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।