আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের সুপারিশ

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই প্রস্তাব করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বন্ধ থাকা রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর চালু করার সুপারিশ করা হয় এবং উত্তরাঞ্চলের কাঁচা সবজিসহ অন্যান্য সামগ্রী রপ্তানির সুবিধার্থে রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কথা বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে পর্যটকদের আকর্ষণের জন্য কক্সবাজার সমুদ্রবন্দরের পাশে শিশুপার্ক ও চিড়িয়াখানা স্থাপনেরও পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত কার্গো সিকিউরিটি স্ক্যানিং মেশিন সরবরাহের জন্য বেসামরিক বিমান মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া এবং নির্দেশনা মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও এনামুল হক উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।