একটা ঘটনা বলি, আমি নিজে প্রত্যক্ষদর্শী। যদি আপনি মাথামোটা না হোন, তবে আপনি বুঝতে পারবেন কারা মাথামোটা।
ঘটনাকাল: ২০০৮ এর প্রথমার্থ।
স্হান: কোন এক কর্ণেল এর অফিস, বিডিআর হেড কোয়ার্টারে।
আমার গমনের হেতু: অফিস থেকে একটা টেন্ডার ড্রপ করা হয়েছিল, ওরা কিছু এই ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছিল, তাই গিয়েছিলাম।
যা দেখলাম: কর্ণেলের রুমে তুমুল আড্ডা হচ্ছে, সাথে আছেন ৮-১০ জন সাবেক আর্মি/বিডিআর বড় বড় অফিসার, যারা রিটায়ার্ড করে এখন ব্যবসাতে নেমেছেন। তারা এক এক জন নানা জিনিস সাপ্লাই করে। এবং সবাই একসাথে ঐ কর্ণেলকে তেলাচ্ছিল।
আরো যা দেখলাম: এক সাবেক বিডিআর এর জন্য হাইরেঞ্জের দূরবীন সাপ্লাই এর কাজ পেয়েছিল। তিনি ঐ দিন তার প্রডাক্ট নিয়ে এসেছিলেন।
আর কর্ণেল সাহেব টেন্ডারের সয়ম জমা দেওয়া সেম্পলের সাথে সাপ্লাই করা সেম্পলের তুলনা করছিলেন। কিভাবে?
এক সৈনিককে ডাক দিলেন, সে একটা ডিজিটাল স্কেল নিয়ে আসলো। তারপর ২টা ওজন করলেন, টলারেন্স লিমিট ১০ গ্রাম ধরলেন, অবশেষে দূরবীন গুলো একসেপ্টেড হলো। কোনো দূরবীন দিয়ে বাইরের কতদূর দেখা যায়, তার কিছুই টেস্ট করা হলো না। লেন্স কেমন, সেটাও টেস্ট করা হলো না।
শুধু ওজন করেই কাজ শেষ।
আমি এবং আমার অফিসের বস দুইজনই পেট চেপে হাসি বন্ধ করেছিলাম, (বলতে পারেন, মাথামোটাদের ভয়ে, বন্দুকের ভয়ে) এবং বিডিআর থেকে বের হয়ে ১০ মিনিট হেসেছিলাম।
তাদের নিয়ে আমার আর কিছু বলার নাই।
পরিশেষে : তাদের অনেকেই আবার নিজেদের ভালো আইকিউ সম্পন্ন বলেও দাবী করেন। এই পোস্টের ৪৬ নাম্বার কমেন্ট টা রেফারেন্স হিসাবে রইলো।
কার কমেন্ট, সেটা বললাম না। নাম উল্লেখ করলে অনেক সময় মডুরা ব্যক্তিগত আক্রমণ বলে গোস্বা করে ব্লাডি সিভিলিয়ান থেকে জেনারেল বানাইয়া দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।