আমার বন্ধু সাকিল নারানগন্জ্ঞের ফতুল্লায় থাকতো।
বেশ কিছু দিন আগের কথা। ব্যাক্তিগত কাজে গিয়ে ছিলো যাত্রাবাড়ি।
কাজ শেষে বাসায় ফিরছেলো সাকিল। ফেরার পথে পোস্তখলা এসে পকেটে মাত্র ২ টাকা।
ভেবে ছিলো এই ২ টাকায় বাছে দাড়িয়ে হলেও বাসায় যাওয়া যাবে। রাত প্রায় ১২টা থেকে সাড়ে১২টা হবে হয়তো। বাস স্টান পৌছানোর আগেই পেছন থেকে গাড়ির হর্ণ। তাকিয়ে দেখে পুলিশের গাড়ি। সামনে এসে গাড়িটা থামিয়ে,সাকিল কে ডাকছে।
এই এদিকে আয়।
সাকিল এগিয়ে গেলো জি,ছার বলেন। গাড়িতে ওঠ। কেনো সার। ওঠতে বলছি ওঠ।
সাকিল গাড়িতে উঠে বোসলো। এবার পুলিশের প্রশ্নঃ। নামকি?থাকিস কোথায়?কোথায় গিয়ে ছিলি?কি কাজ করিস?যাবি কোথায়?উত্তর শেষে পুলিশ বলছে পকেটে টাকা আছে?মাত্র ২ টাকা আছে বাস ভাড়া। পাশের এক পুলিশ বলছে আরে ছেরে দাও। আর এক জন বলছে ২ টাকাই দে সিকারেট খাবো।
না সার এই ২ টাকা দিলে সারা রাত হেটে বাসায় যেতে হবে। দিবি কিনা বল,না সার সারা রাত হাটলে সকালে আমি কাজে যেতে পারবোনা। দয়া করুন সার। এবেটা দে এই বলে সাটের পকেটে হাত দিয়ে ২ টাকার নোট টা নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিলো। পুলিশ করলো লিলা,সাকিলকে হেটে যেতে হবে ফতুল্লা...।
সত্য ঘটনা..। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।