এখন না, পরে বলবো নে... ভাবলেই ভুল,
ষোলআনা মাশুল।
তিলে তিলে তৈলাক্ত,
তুলো আজ এমনিতেই শক্ত।
নিদ্রা ত্যাগের স্নান,
কেইবা না, আজ চান।
অযথাই কেন তোমার এ উক্তি,
আমি তবে লাইনচ্যুত যুক্তি।
আমার এ তীব্র ক্ষরতা,
মনে বেঁধেছে ভুলের জড়তা।
নিদ্রা কুসুমও তাই মাথায় দিয়া,
পরাইছিলাম ঘুমেরও বিয়া।
তারপরেও ঘুম ও আজ অশান্তির,
ভেঙে গিয়েছে তীর হারা ক্লান্তির।
কেনই বা বিলুপ্ত আজ ক্লান্তি?
কে? ভুল করেছে, কেই বা সেই ব্যক্তি?
অদ্যাবধি তার স্পর্শ বিলীন,
নিয়তই চলছে তাড়াহুড়োয় সংখ্যাকালীন।
কি? অযথাই হাত আর যথার্থের যোগ্যতা,
ঘুমেও ভুল, ধরে বসেছে সুনিপুণ অজ্ঞতা।
ছুয়ে চাই, ঘুম আজও সচল,
পাশের ক্লান্তির সবটুকুই আজ নকল।
এবার তবে তুমি ঘুমাও,
নইবা নিদ্রা কুসুম জমাও।
তাইতো এবার, ঘুম ভেঙে,
দেখি, মাথা ভর্তি তেলে।
কেনই আবার এ পূর্ব আলোচনা?
হবে কি তবে, তোমার একান্ত বিবেচনা?
মেনে নিয়েছি...
এখন তো তবে দেও আমায় মুক্তি,
মাথার শিরায় ধরছে বসে, বিরক্তি।
ঘুমালে তাই ঘুমাও আকুল,
নইলে ভুলের সাথে ভুল, সুউচ্চ মাশুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।