আমাদের কথা খুঁজে নিন

   

একব্যাগ বইঃ টোয়াইলাইট সিরিজের চারটি বইয়ের জিপ প্যাক (পিডিএফ ভার্সন)

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। ভ্যাম্পেয়ার রোমান্স নিয়ে লেখা Stephenie Meyer টোয়াইলাইট সিরিজের বইগুলোর পেয়েছে আকাশ-পাতাল জনপ্রিয়তা। ২০০৫ সালে প্রকাশিত হয় সিরিজের প্রথম বই Twilight। এরপর একে একে New Moon (2006), Eclipse (2007), Breaking Dawn (2008)...সবগুলো বইয়ের পিডিএফ ভার্সন নিয়ে চমৎকার কালেকশন- ডাউনলোড লিঙ্ক (সাইজ ৩ মেগাবাইট) উপন্যাসের জনপ্রিয়তা দেখে গল্পগুলো নিয়ে অতি অখাদ্য টাইপ মুভিও বানানো হয়েছে। বিশেষ করে আমার মত যারা আগে বই পড়ে মুভি দেখতে বসেছেন তাদের মেজাজ বিলা হওয়াটাই স্বাভাবিক। ঠোঁটে লিপস্টিক আর মুখে চুনকাম করা এডওয়ার্ড আর বেলা চরিত্রে এক্সপ্রেশনহীন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে দেখে মেজাজটাই খারাপ হয়ে গেছে ফ্যান্টাসি আর রোমান্সের মিশেলে জনপ্রিয় টোয়াইলাইট সিরিজের বইগুলো মূলত টিনএজ বয়সী পাঠকদের উদ্দেশ্যে লেখা। তবে আপনি একেবারে বেরসিক টাইপ মানুষ না হলে লাইট রিডিং হিসেবে পড়ে ফেলতে পারেন.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।