বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ৩৬ ঘণ্টার হরতালকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাই বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা ও কর্মী।
পুলিশ সদর দফতরের হিসাব মতে, রাজধানীতেই গ্রেফতার হয়েছেন ২৩২ জন। এছাড়া চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ১০ জন, রাজশাহীতে ৮ জন, বরিশালে ৮ জন, সিলেটে ২১ জন আটক হয়েছেন।
এর বাইরে ঢাকা রেঞ্জের আওতাভুক্ত জেলাগুলোতে ৬৬ জন, রাজশাহী রেঞ্জে ১২ জন, রংপুর রেঞ্জে ৯ জন, চট্টগ্রাম রেঞ্জে ৫১ জন, খুলনা রেঞ্জে ৪১ জন, বরিশাল রেঞ্জে ২০ জন এবং সিলেট রেঞ্জে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই সরকারের ঊর্ধ্বর্তন মহলের নির্দেশে বিরোধী শিবিরের নেতা ও কর্মীদের গ্রেফতার অভিযানে নামে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হানা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের বিভিন্ন থানায় সংরক্ষিত তালিকা অনুযায়ী এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলায় আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
এরা কেউ হরতালের আগে জামিন পাচ্ছেন না বলে জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত এ অভিযান চলবে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, সম্ভাব্য নাশকতা এড়াতে এ গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।