আমাদের কথা খুঁজে নিন

   

সে কথা এক বালিকার

আমার খুব বন্ধু ঘাস জন্মাবে একটু পর ঠিক আমার পিঠ বরাবর। আকাশের সম্পূর্ন নীলে ছবি আঁকার মত ঘটনা,বালিকা ছিল একা দুরন্ত বাতাস কিংবা একলা চড়ুই এর বিষন্ন মন,এক পা এক পা করে ফেলা সাদা বকের মত ছিল বালিকা, সে কথা ছিল মেঘের একা দাঁড়িয়ে অসুখে ভোগা নাম না কোন ঝরা পাতা গাছের, সাথে ঘাসের সাথে।কোন এক সম্পূর্ন দিবসে যে কথা বলা হল বালিকার সে ছিল কি কোন চেনা পথের পরিচিত কথা অথবা নামের মতো হারিয়ে যাওয়া কোন নাম যদি ধরে নাও কোন বেলায় অসমাপ্ত কবিতা এসো না দেখি কি কথা কোন বালিকার এক পৃথিবীতে তার ব্যাক্তিগত সমুদ্রে যখন নুড়ি কুড়াচ্ছিল জোৎস্নায় ঘটল অঘটন ঝাউবনের সীমান্তে অবুঝ বাতাসের দল জানত কি অমন যন্ত্রনার কথা;বালিকা কখন জানায় নি আমাকে ও তবু বলা হল এসব ইতিকথা । বালিকার হল বালক যন্ত্রণা। ভালোবাসার এমন নাম দিল কে কোনকালে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।