http://www.facebook.com/Kobitar.Khata শেষ পর্যন্ত আমাদের দেশে ইভটিজিং বন্ধ হলো! আমরা কিছুদিন পরপর একটি বিষয় নিয়ে সবাই মিলে ঝাপিয়ে পাড়ি। যেমন কয়েকমাস আগে আমরা ঝাপিয়ে পড়েছিলাম ইভটিজিং নিয়ে। এত বেশী উথলা হয়ে উঠেছিলাম যে আমরা কয়েক সপ্তাহের জন্য ব্লগটিকে শুধু ইভটিজিং বিষয়ক পোষ্ট দিয়ে সাজিয়ে তুলেছিলাম। পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু ইভটিজিং, ইভটিজিং ,ইভটিজিং, ইভটিজিং.........(সেই কুমিরের লেজ খাঁজকাটা খাঁজকাটা কৌতুকের মতো। ) আমি নিজেও বাদ যাইনি ঈভ টিজিং ভাবনা..... নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরগুলো পেলাম।
মজার ব্যপার হলো এই যে আমরা ইভটিজিং নিয়ে ঝাপিয়ে পড়লাম, এরপর থেকে ইভটিজিং এ দেশ থেকে উধাও!!! এরপর থেকে ইভটিজিং নিয়ে পত্রপত্রিকায় তেমন কোন নিউজ আসে না। এরপর থেকে সামু ব্লগেও কেউ ইভটিজিং নিয়ে কোন লেখা লেখে না। সামু সেই সময় ইভ টিজিং রুখে দিন। নামে একটি গ্রুপও খোলে। সেখানে বেচে বেচে ইভটিজিং নিয়ে লেখাগুলো প্রকাশ করত।
সেই গ্রুপটি সামুর প্রথম পৃষ্ঠায় ডান পাশে এখনও শোভা পাচ্ছে। সেখানে মডু ইভ টিজিং নিয়ে ''আবেগ ঝরানো'' লেখা গুলোকে স্থান দিতেন। কিন্তু ইভটিজিং এর কারণ নিয়ে ''অপ্রিয় সত্য'' লেখাগুলোকে স্থান দিতেন না।
সে যাহোক.....
সেই গ্রুপে প্রবেশ করে আজ দেখতে পেলাম সেখানে সর্বশেষ যে পোষ্টটি এসেছে তা লিখেছেন ফাহিম আহমদ, ০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১৫। এরপর প্রায় সাত মাস শেষ হতে যাচ্ছে আর কোন পোষ্ট নেই।
কারণ এরপর বাংলাদেশ থেকে ইভটিজিং উঠে গেছে এবং এই বিষয়টি নিয়ে কেউ কিছু লেখালেখি করেনি আর এই নিয়ে কাউকে ভাবতেও হয়নি। !!!!!!
শাবাশ হুজুগে বাঙ্গালী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।