কথায় না বড় হয়ে কাজে বড় হব বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডাক্তার ও নার্সদের অবহেলায় নবজাতক এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির অভিভাবক। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে শেবাচিমের শিশু বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান জানিয়েছেন। শিশুটির বাবা সানোয়ার পারভেজ লিটন সাংবাদিকদের জানান, গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ফেয়ার হেলথ ক্লিনিকে তার স্ত্রী সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করেন। ফেয়ার হেলথ ক্লিনিকে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা না থাকায় নবজাতককে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। রাত ১০ টার দিকে শিশুটিকে শেবাচিমে ভর্তি করা হলে এক আয়া এসে শিশুটিকে অক্সিজেন লাগিয়ে দেয়।
রাত ৩ টার দিকে শিশুটির অবস্থার অবনতি দেখে তার বাবা কর্তব্যরত নার্স রুবি ও দিনাকে ডাকলে তারা ঘুমিয়ে থাকে। এর পর তিনি ঐ ডা. তানভিরের কাছে গেলে তিনি ইর্ন্টারনী ডাক্তার পল্লবের কাছে তাকে পাঠান। ইর্ন্টানী ডাক্তার পল্লবকেও না পেয়ে শিশুটির বাবা হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে চলে যান। রাত সাড়ে ৪টার দিকে শিশুটির মৃত্যু হয়। এব্যাপারে তিনি কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দেন।
মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান ঘটনা স্থল পরিদর্শন করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু বিষয়টি দেখবে বলে আস্বস্ত করেছে এবং নিহতের বাবা মামলা করেনি তাই আমরা এখন এব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারিনা। বাঘ মামারত দরকার এখানে কি তাই তো? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।