আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি,আঃলীগ আমাদেরই লোক।

বেঁচে থাক হৃদয়, বেঁচে থাক হৃদ্যতা শাবাশ! বিএনপি শাবাশ! দিয়েছো বিপ্লবের আভাস। বুঝে রাজনীতির হালচাল ডেকেছো ৩৬ঘন্টার হরতাল। হ্যাঁ বলি আর না বলি হরতালটা মেনেই চলি; কে বলে ইতিহাস হতে শিক্ষা নেয় না বাঙালি, হরতালে তারা করে না কোন গালাগালি। এতো নিতান্তই ইতিহাসের শিক্ষা, হরতালে কেউ মানে না দীক্ষা। বুলেটপ্রুফড জেকেটে তৈরি হও পুলিশ, হরতালে ঘুষের পাওয়া যায় না নালিশ। তাই, ব্যর্থ দিন তোমারও হে বাংলার পেঁয়াদা, আজ তুমিইতো ক্ষমতায় সব'চে জেয়াদা। আঃ লীগ, ছাঃ লীগ! ছুটো না আর দিগ্বিদিক। রাজপথ তো তোমাদের, শুধু ধূলোগুলোই আমাদের। সফল হোক-বিফল হোক বিএনপি,আঃলীগ আমাদেরই লোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।