আমাদের কথা খুঁজে নিন

   

মন-নৌকা-নারী

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞ মন যে তার ইচ্ছে পরি আকাশে তাই এতো উড়াউড়ি বাতাসে তার হাজার নাচন ফুলের গায়ে মাতাল কাপন মন যে তার সাতরঙা পাল নীলবনে পুড়ে সোনালী কপাল রাগের ছটা হাতের চুড়ি পায়ের ছাপে ব্যর্থ হাড়ি মন যে তার অবাধ্য ঘুড়ি নাটাই সুতোর কাড়াকাড়ি সন্ধ্যে পকেটে দেয় সে রেখে অবাধ্য প্রদীপ ভাসে চোখে মন যে তার পাখির ডানা হতে চায় দুর-অজানা দিতে চায় সাগর পাড়ি নিয়ে নৌকা নারী যদি তার মন, হয় এমন আড়ি যদি নেয় সে বলতে পারো মনটা রাঙা হবে কি সে? _______________________________________________ কবিতা অনেকদিন পর লেখলাম। ছন্দমিলিয়ে কবিতা লেখা একটু কঠিন চেষ্টা করলাম আরকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।