YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING আমার বিয়া নিয়া ৩ মাস আগে পোস্টাইছিলাম। কপাল ভাল কি মন্দ জানিনা তয় মোর বিয়ার হুল এখনও ফুটে নাইক্কা । এর জন্য কম বেশি আমরা মানে পুরা মাতবার পরিবার দায়ী। পারিবারিক বিয়ার যে এত্ত ঝামেলা আগে জানলে অপারিবারিক বিয়াই করতাম কিন্তু আপচুচ এই ক্ষেত্রে মোর কোন অভিজ্ঞতা নাই আমার দোষ : ১ ইঞ্চি হিল সহ উচ্চতা ৬ ফুট , বয়স ২৯ আরেকটা দোষ আছে সেইটা আমি কমুনা , এইটা আমার বাক স্বাধীনতা । ভাইদের দোষ : ফেলুদাগিরি কইরা বের করব মাইয়ার আগে কয়টা বয়ফ্রেন্ড ছিল, কোন এলাকার মেয়ে ভাবী হিসেবে গ্রহনযোগ্য নয়, এমন কি মাইয়ার সর্বোচ্চ কয়টা ভাইবোন গ্রহনযোগ্য এই সব পুংটা কাম। আম্মার দোষ : মাইয়া রন্ধন জানে কিনা? এবং মেয়ের মা আছে কিনা? কারন মা না থাকলে নাকি তার পোলায় জামাই আদর পাইবনা। আব্বার দোষ : মেয়ে লম্বা হতে হবে এবং কোন অবস্থায় ই মেয়ের পরিবার আমাদের থেকে সম্পদশালী হইবার পারব না। এখন আমি কার খালু থুক্কু মোর কি হপে পুনশ্চঃ “বিয়া করমু, তয় আব্বা আম্মার পছন্দে” আপচুচ : আমার জন্য এক সেমি ডাক্তারনির (ফাইনাল ইয়ার) প্রস্তাব ছিল কিন্তু আব্বা রাজি হয়নাই , তার কথা হইল ভাতের চাইতে ডাইল উচা হইবার পারব না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।