আমাদের কথা খুঁজে নিন

   

শচীন-ক্যালিস যৌথভাবে শীর্ষে

টেস্ট ক্রিকেটের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এককভাবে শীর্ষে জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান শীর্ষে আছেন আইসিসির ব্যাটসম্যানদের তালিকাতেও। তবে এই শীর্ষস্থান তাঁর একার নয়। সমান ৮৮৩ পয়েন্ট অর্জন করে যৌথভাবে শীর্ষে আছেন ভারতের শচীন টেন্ডুলকারও। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এক ধাপ নিচে নেমে অবস্থান করছেন চার নম্বরে।

ভারতের বীরেন্দর শেবাগ ও ভিভিএস লক্ষ্মণ আছেন যথাক্রমে ছয় ও আট নম্বরে। টেস্ট ক্রিকেটের বোলারদের তালিকার শীর্ষস্থানটা দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসন। এ তালিকায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের অবস্থান অষ্টম। সাকিবের ঠিক পরই আছেন ড্যানিয়েল ভেট্টোরি।

ওয়েবসাইট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।