আমাদের কথা খুঁজে নিন

   

ঝড় বা বিষন্নতা সংক্রান্ত-৬

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী। তুমি যদি উন্মিলীত হতে চাও, বাধা দেব না তার চেয়ে বরং উলম্ব হয়ে যাও মোহন ভাস্কর্যে, মরে যাও; মৃত জলের মেলা খেলা করুক তোমার উপচে পড়া ঔদাসিন্যে তোমার উদগ্র জিহ্বায়, পাকস্থলীতে, ফুসফুসের কালো রক্তের ঝলসানিতে নেচে উঠুক পাখি, উষ্ণ আলিঙ্গন, তোমার স্বেচ্ছাচার, প্রথিত মঞ্জুষা, স্তনশোভিত তন্ময়তা এবং তুমি তৃষিত মানসীঃ যখন তোমার মৌসুমের স্তব্ধ সন্ধ্যা আমার করপুটে এসে ঠাঁই চাবে তখন তোমাকে পাবো, তোমার মরা লাশ। আমি এপিঠ ওপিঠ করে গন্ধ শুঁকে যাবো সেই ভরা যূথী দেহেঃ বড় সাধ জাগে তোমার উঠোনের চত্বরে নতজানু হতে অথচ পড়ে থাকি আমি অলীক সুন্দরের পতনবিলাসী শিল্প আমাকে ছুঁয়ে দেখে না কেউ- না সুন্দর, না ধুতুরার বীজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।