আমাদের কথা খুঁজে নিন

   

চেরী....খাবেন নাকি?

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । " অনেক দিন পর ব্লগে লগইন করলাম.....ভাবলাম চেরী গুলান সবার সাথে শেয়ার করি। এইমাত্র বাগানের গাছ থেকে কিছু চেরী পাড়লাম....পছন্দ হলে শুরু করে দিন।

সবার সাথে শেয়ার করে খাবার মজাই আলাদা!!!! তবে পাড়তে বড় কষ্ট হইছে....এই জিনিস পাড়ার জন্য চেরী-পিকার নামক এক বস্তু ইউজ করতে হয়; কিন্তু এই জিনিস এখন কই পামু??? সো পুরাতন মাংকি-বিদ্যা (!!!!!) কাজে লাগিয়ে সোজা গাছের মাঝামাঝি.....!!!! এনিওয়ে, কথা কম ছবি বেশী: ইহাই চেরী পিকার নামক বস্তু। ....সবাই মজা করে খান। । । ।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।