আকাশটাকে ভেবে বসি নগ্ন তোমার বুক চাঁদের ওপাশ থেকে আসে মোহময়ী ছায়া তোমায় ভেবে আকাশটাতে লুকিয়ে রাখি মুখ সুখি আমি বাস্তবতায় তোমারি পাই মায়া। প্রজাপতির ভাঙ্গা ডানায় সুখের ছোঁয়া পেলে মৌমাছিদের সুখের ঘরে আগুন কেনো দেবো মৌমাছিরা মধু নিয়ে আমার ঘরে এলে ভালোবেসে তাদের আমি আপন করে নেবো। চৈতালী রাত, ফাগুন হাওয়া স্বর্গ মনে হলে কার কি ক্ষতি, সুখে আছি আমি আমার মতো আমার মনে সারাক্ষই সুখের প্রদীপ জ্বলে তার আলোতে দৌড়ে পালায় দুঃখ আছে যতো। ভাবনাগুলো সুখের আলোয় উদ্ভাসিত খুবই তারই কিছু ছোঁয়া নিয়ে অনেকে হয় সুখি সে কারণে মহাসুখে আমি রোজই ডুবি আমার জীবন টইটম্বুর এক সুখের সূর্যমুখী। লোকমান আহম্মদ আপন শিশুসাহিত্যিক, কবি, সাংবাদিক সম্পাদক : ছড়া বিষয়ক লিটলম্যাগ-ছড়াকর্ম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।