আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) ফারামগেট....ফারামগেট
মোবাইলের টোন বেজে ওঠে
~ হ্যালো, ভাই
=......................
~ হ ভাই....হ ভাই.........
=........................
~ হ ভাই, চাকরী করমু (গলায় উল্লাস)
=......................
~ কবে? আইজকে? না ভাই আইজকে তো পারমু না, ডিউটিতে আছি। ওস্তাদে মনে হয় ছাড়বে না।
কাইলকে আসি ভাই?
=...................
~ কালইকে আসি ভাই। আইজকে ভাই সব রাইতে সব কাগজ রেডী কইরে রাখমুয়ানে কাইলকে সকালে রওনা দিমু।
=.................
~হ, জরমো নিবন্দন আছে। ঠিক আছে ভাই কাইলকে যা যা লাগে সব নিয়া আমুনে। সকালে ৭টা বাজেই আমুনে।
=...............
~ কই আমু?
=....................
~ আইচ্ছা ভাই, আমি তাইলে ৭টা বাজার ৫/১০ মিনিট আগেই রেলগেডে আইয়ে দাড়ামুনে।
~ আইচ্ছা ভাই, রাখি তাইলে
ফারামগেট ও....ফারামগেট.......ফারামগেট......
উপরের কথাগুলো ফার্মগেট যাওয়ার পথে লেগুনার হেল্পারের। চাকরীর কথা শুনে ছেলেটার গলায় সে কী উল্লাস, একটা চারকী জুটবে সে আশায়। সত্যিই না দেখলে ব্যাপারটা বোঝা যেতো না। একটা ভাল চাকরী হবে, মা-বাবা-ভাই-বোন নিয়ে একটু ভাল খাবে পড়বে।
এইতো চাওয়া। শুভকামনা লোকটার জন্যে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।