ইসলামে বলা আছে সুদ হারাম। কিন্তু আধুনিক বিশ্বের অপরিহার্য অংশ ব্যাংকিং ব্যবস্থা যার অপরিহার্য অংশ হলো সুদ। এমন লোক খুব কমই আছে যারা ব্যাংকিং ব্যবস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত নয়। তবে কি সবাই হারাম কাজ করছে। নাকি ইসলাম যে সুদকে হারাম বলে তা থেকে ব্যাংকিং ব্যবস্থার প্রচলিত সুদ ভিন্ন? কেউ কি দিতে পারেন গ্রহণযোগ্য ব্যখ্যা? কোন রেফারেন্স বা লিংক? অনেকে ইসলামিক ব্যাংকিংয়ের কথা বলেন। কিন্তু লোন প্রদানের পর প্রত্যেক গ্রাহকের প্রকৃত মুনাফা বা ক্ষতি যাচাই করতে গেলে তো পরিচালন ব্যয় অনেক বেড়ে যায়। তাই সুদের হার স্থির না করে কিভাবে লেনদেন সম্ভব? কেউ উত্তর দিলে খুশি হব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।