কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর । -পার্থ বসু ব্যথা-নিশীথ ---কাজী নজরুল ইসলাম এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখিপাতে। কেন কি কথা স্মরণে রাজে? বুকে কার হতাদর বাজে? কোন্ ক্রন্দন হিয়া-মাঝে ওঠে গুমরি’ ব্যর্থতাতে আর জল ভরে আঁখি-পাতে।। মম বর্থ জীবন-বেদনা এই নিশীথে লুকাতে নারি, তাই গোপনে একাকী শয়নে শুধু নয়নে উথলে বারি। ছিল সেদিনো এমনি নিশা, বুকে জেগেছিল শত তৃষা তারি ব্যর্থ নিশাস মিশা ওই শিথিল শেফালিকাতে আর পূরবীতে বেদনাতে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।