আমাদের কথা খুঁজে নিন

   

CD Keys লাগলে Facebook এর এই পেজটি লাইক করে দেখতে পারেন!!!

ছিড়ে ফেলি ভিন্নতার ভেড়াজাল,মুক্ত করি মনুষত্ব্যকে। প্রিয় বন্ধুরা!আচ্ছালামুয়ালাইকুম (ওয়ারহমাতুল্লা...) কেমন আছেন সবাই?আমি কয়েকদিন আগে CD Keys এর ফেসবুক পেজ সম্পর্কে ১টা post করছিলাম। আসলে পেজটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য হল CD Key এর জন্য সবাই মিলে একটা নেটওয়ার্ক তৈ্রি করা। অনেক সময় ব্য্যবহুল সফটওয়ার ইল্লিগ্যাল ভাবে ইন্সটল করতে হয়। কিন্তু প্রয়োজনীয় সেই CD Keys অনেক সময় অনেকের জানা থাকে না।

সে জন্য একে অপরে শেয়ার করার মাধ্যমে একটা বন্ধুত্বপূর্ণ নেটওয়ার্ক তৈ্রির জন্য এই CD Keys পেজটা। আমরা আমাদের সর্বোচ্ছ চেষ্টা করি বন্ধুদের প্রয়োজনীয় Key দেবার। অনেক সময় আমাদের পক্ষে Key দেয়া সম্ভব হয় না। সে জন্য কেউ কিছু মনে করবেন না। আর প্লিজ আপনাদের সংগ্রহে যে সব CD Key আছে সে সব বন্ধুদের সাথে শেয়ার করবেন।

এতে করে সবাই উপকৃত হবে। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ। Facebook এর CD Keys পেইজটি খুব কম সময়ে বেশ জনপ্রিয়তা পেয়ছে সবার কাছে। এর পেছনে যে কারন আছে সেটি হল পেইজটির দ্রুত কার্যকারিতা।

যে কেউ তাদের CD Key চাওয়া মাত্র পেয়ে যায়। আশা করি পেইজটি আরো জনপ্রিয় হয়ে উঠবে সকলের কাছে। পেইজ লিঙ্কঃ CD Keys  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।