জীবনের পথে চলা নবীন এক পথিক... কালকে রাতে পিসিতে উবুন্টু ইন্সটল করার সময় ভুলে একটা অপশন সিলেক্ট করে ফেলসিলাম যার ফলে পিসি থেকে windows 7 রিমুভ হয়ে গেসে এবং worst of all সব ড্রাইভের পার্টিসন ভেঙ্গে একটা ড্রাইভ হয়ে গেসে। এবং এর ফলে আমার কম্পিউটারে যা ছিল সব রিমুভ হয়ে গেছে। এখন আমার পিসিতে শুধু উবুন্টু আছে কিন্তু আমার windows 7 এবং কোন ফাইলই পাওয়া যাচ্ছে না। ভাইয়েরা প্লিজ হেল্প করুন কিভাবে হার্ডডিস্কের পার্টিসন আগের অবস্থায় আনতে পারি এবং আমার সব হারানো ফাইল ফিরত আনতে পারি। যেহেতু উবুন্টু একমাত্র ওএস আমার পিসিতে আছে তাই ডিস্ক ফর্মেট NTFS ও করতে পারছি না যার ফলে windows 7 ও পিসিতে লাগাতে পারছি না। এখন কি করব প্লিজ বলেন খুবি খারাপ অবস্থায় আছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।