যেতে দাও সেদিনের মতো, পেতে দাও সেদিনের ক্ষত । নীল শরীরে তোমায় ছোঁবো, নীল সাগরে ভাসিয়ে দেবো । আমি বিগত ২-৩ বছর ধরে ইন্টারনেটে বিভিন্ন কাজ করার চেষ্টা করেছি । কিন্তু সঠিক দিক নির্দেশনার জন্য কিছু করতে পারি নাই ।
পিটিসি তে অযথা অনেক সময় নষ্ট করেছি কিন্তু কিছু করতে পারি নাই ।
মাইক্রোওর্য়াকস এ কাজ করে ১৫-১৬ ডলারের মত পেয়েছিলাম । আর মাইক্রোজব নামক একটি সাইট থেকে ২৬ ডলার পেয়েছি ১২ দিনে , কিন্তু সাইটটি হ্যাকিং এর কবলে পড়ে এদের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় ।
এতকিছুর পরও হতাশ হই নি , ওডেক্সে রেজিষ্ট্রেশন করেছিলাম বছর খানেক আগে । বেশ কয়েকটা বিট করে আর ওডেক্সে ঘুরতেও আসা হয় নি । ফ্রীল্যান্সার এ একটু একটু কাজ করেছিলাম ।
কিন্তু এখানে প্রতিটা কাজের জন্য চার্জ অনেক বেশী কেটে নেয়া হয় । ৫০-২৫০ ডলারের কাজের জন্য ৫ এবং ২৫০-৭৫০ এর জন্য ২৫ ডলার চার্জ করা হয় । ইমপ্লোয়ার আপনাকে পেমেন্ট না করলে আপনার ব্যালেন্স মাইনাস হয়ে যাবে ।
কিন্তু এদিক থেকে ওডেস্ক অনেক ভালো । আপনি কাজ করতে চাইলে আপনার কোন চার্জ করা হবে না , যা চার্জ সব বায়ারের উপর ।
এজন্য বর্তমানে ওডেস্কে কাজ করতেই বেশী সাচ্ছন্দ্য বোধ করি এবং ওডেস্ক নিয়ে আছি এখন । বর্তমানে আমার কাছে ১০-২০ জন বায়ার আছে । কাজের অভাব হয় না বললেই চলে ।
এখন আমার ৪ টা প্রজেক্ট চলছে । এজন্য বেশকিছু নিষ্ঠাবান লোক দরকার, যারা প্রতিদিন কমপক্ষে ৪ (চার) ঘন্টার উপরে সময় দিতে পারবে ।
এবং স্কাইপ ও টিমভিউয়ার ব্যবহার বাধ্যতামুলক ।
আমি সাধারনত সোসাল ইন্টারনেট মার্কেটিং নিয়ে বেশী কাজ করি । কাজটা অনেক সহজ । যে একটু কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী সেই করতে পারবে । সমস্যা হলে আমি ত আছি ।
শুধুমাত্র যারা আগ্রহী এবং পরিশ্রমী ও সৎ তারাই আমার সাথে যোগাযোগ করবেন ।
আমার পুরো নাম: মাহফুজার রহমান
ডাক নাম: রেজা
হোম ডিসট্রিক : নীলফামারী
আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউ,আই,টি,এস) এর আই,টি ডিপার্টমেন্টে ৬ষ্ঠ সেমিষ্টারে পড়াশুনা করছি ।
যোগাযোগের জন্য স্কাইপে : freelancer.reza
যারা আগ্রহী অনুগ্রহ করে আপনার সিভি টি এ পাঠিয়ে দিন । তাহলে আমার পক্ষে আপনাকে বোঝা সম্ভব হবে ।
ধন্যবাদ সবাইকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।