আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্ষমতাবানের সরল স্বীকারোক্তি

আমি বাংলার এক ক্ষমতাবান বলছি আমার এক বন্ধুকে আমি বলিলাম- "শোন, আমি যদি তোর কাছে কোনদিন কোন টাকা পাই তাহলে জেনে রাখিস, আমাকে তাহা ফেরত দিতে হবে যখনি যে মুহূর্তে আমি চাই। যদি তাহা দিতে কোন রকমে করিস 'ধানাই-পানাই' তাহলে বুঝে নিবি আমার হাত থেকে তোর কোন রক্ষা নাই। তোর দেহ'কে খণ্ডিত করে,রেখে দিবো বস্তা ভরে সুযোগ বুঝে কোন এক নদীর জলে ভাসিয়ে দিবো তোর সেই খণ্ডিত বস্তা ভরা লাশ এরপর আমি তোর পরিবারের ক্রন্দন দেখে করবো মহা উল্লাস। এইবার আরেকটা কথা শোন- আমি হলাম সরকারী দলের এই এলাকার নেতা আমার সামনে জনতা ও পুলিশ রাখে নত করে মাথা এই এলাকার সকল সমস্যার আমি করবো সমাধান আমার হাতে নিয়ন্ত্রণ হবে এলাকাবাসীর ইজ্জত-সম্মান আমি ওসি,আমি ডিসি, আমিই চালাবো সকল প্রশাসন আমি কাউকে বুঝতে চাইনা,সকলে বুঝবে আমার মন যে মেয়েকেই লাগবে ভালো তাকেই দিবো প্রেমের প্রস্তাব আমাকে ফেরালে বুঝিতে পারিবে করিয়াছে সে কত বড় পাপ। 'এসিড' মেরে ঝলসিয়ে দিবো তাহার পুরো শরীর, তারপরেতে ঘুরে বেড়াবো এলাকাসাবাসি বুঝবে তখন আমি কেমন বীর । এইবার বলি তোরে আরেক নতুন খবর- সেইদিন এক অফিসে গিয়ে দেখলাম অনেক লোক বসে বসে করছে কি যেন এক 'কারবার'! একজন'কে আমি করিলাম জিজ্ঞেস কি করছেন ভাই? উনি হেসে অবাক হয়ে বলিলেন - " আরে নেতা!ইহার নাম শুনেন নাই? ইহাইতো হলো আমাদের সবার প্রিয় যাহার নাম "মার্কেট শেয়ার" সাথে সাথে কি মনে করে জানি সেথায় লেখিলাম আমার নাম শেয়ারের খাতায় ঘরে ফিরে কেন্দ্রের নেতাকে জানাইলাম আমি তাহা শুনিয়া নেতা খুশিতে বলিলেন ''প্রাণটা জুড়াইল আহা!" আরও কহিলেন "সবাইকে বলবে কিনতে বেশি করে শেয়ার একজনেও যেন বাদ না পড়ে কৃষক,জেলে, তাঁতি ও কামার" আমি জিজ্ঞেস করিলাম " নেতা ! তাহাতে লাভ কি হবে আমার?" নেতা কোন উত্তর না দিয়ে মুচকি হেসে বললেন "আজকের মত রাখলাম এইবার" নেতার কথামতো শুরু করে দিলাম নতুন শেয়ারের কাজ কদিন পরে পাইতে লাগিলাম এই বাজারের ঝাঁঝ সবাই দেখিলাম আস্তে আস্তে মাথায় হাত দিয়ে বসে তাহাদের দেখিয়া আমারই কেবল মুখে হাসি আসে সবাই যেইখানে হইলো দেউলিয়া ও সর্বস্বান্ত শুধু আমিই হইলাম টাকা গুনিতে গুনিতে ক্লান্ত ! আমার কথাতে ঐ বাজারে এসেছিল যত 'কৃষক,জেলে,তাঁতি ও কামার' তাহাদের সকল টাকাগুলো দিয়ে ভরিয়া গেলো শূন্য পকেট আমার। এত মানুষ কেঁদেছে,সরকারও দেখেছে, তাহাতে বলো কিছু হইয়াছে কি আমার? এখন বুঝিয়াছ কি বন্ধু ? আমি কে ও আমার কত ক্ষমতা? কদিন পরেই দেখবে হয়ে যাবো আমি দেশেরই আরেক 'মাথা'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।