আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমে ঢলে আশা

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . কষ্টে নাই তীব্রতায় নাই ভালো লাগাতেও অবশ্য নাই খ্রাপ কিছুতেও কম আশার মাঝে চলছি হাঁটছি, বসছি, দৌড়াচ্ছি আবার ঘুমে ঢলে পড়ছি। সময় যাচ্ছে এক এক করে . . সাথে চঞ্চল, গতিময় সত্ত্বা আমার এতকিছুর মাঝেও আসবে বলেছে আশা সময় গেলেও আসবে এই আমার আশা তবে আশা হবে ভাসা ভাসা নাকি হবে ঠাসা ঠাসা অথবা হবে শুধুই ঘুমে ঘুমে স্বপ্নে ভাসা তারপরও ঘুমে ঘুমে ঢলে আশা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।