এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।
লিচিং করি র্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসনিক, ডেপোসিটফাইলস এর মত ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রিতে ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টসহ ডাউনলোড করার জন্য। লিচিং জিনিষটা কি, কেন ও কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত লিখেছিলাম এখানে
গত আড়াই বছর ধরে লিচিং এর জন্য ব্যবহার করে আসছি 6ybh সাইটটি।
ফ্রি ইউজারদের জন্য লিচিং, রিমোট আপলোড আর ৪৮ ঘন্টার নির্বিঘ্ন রিজিউম সুবিধার মত চমৎকার ফিচার সম্বলিত স্ট্যাবল এই সাইটটি আমার দেখা এ পর্যন্ত সেরা ফাইল হোস্টিং সাইট।
তবে অতিরিক্ত পরিমান ট্রাফিক থাকার কারনে ইদানিং মাঝে মাঝে এই সাইটের লিচিং সার্ভারটি ডাউন থাকে। আর ফাইলসার্ভ লিচিং এর সুবিধা না থাকায় ফাইলসার্ভে রাখা ফাইল লিচ করানোর উপায় নেই।
এই দুই সমস্যার এক ঢিলে সমাধান করে দিতে পারে সাইট ডিনোজ.কম
ফ্রি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন আর ফ্রি ফ্রি সুবিধার মজা নিন! রেজিস্ট্রেশন, লিচিং আর ডাউনলোড প্রসেস 6ybh-এর মতই, আশা করি অসুবিধা হবেনা।
দিনে ১০০০ মেগাবাইট পর্যন্ত লিচিং সুবিধা, ডাউনলোড এক্সিলেটর সাপোর্ট আর ডাউনলোডে রিজিউম সুবিধা- সবই আছে এই সাইটটিতে।
সাইটের লিচিং সার্ভারের স্পিডও পুরাই উড়াধুরা
আর কি? হ্যাপি ডাউনলোডিং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।