আমাদের কথা খুঁজে নিন

   

ভালুবাসা নিয়ে আমার একটি লেখা!!!( )(আপুর মতে পাকনা কোবতে)

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত শির...... -"কিছু কথা ছিলো বলার!" -"বলো!" -"ভালবাসার মানে জানো?" -"ভালোবাসা?সে তো মরিচিকা!" -"না!ভালবাসা, প্রভাতের স্নিগ্ধ রবি!" -"কিন্তু মধ্যাহ্নে তা যে অসহ্য!" -"বিকেলের কোমল রোদ!" -"তা যে অস্তগামী!" ভালবাসা, আধার রাতে চাঁদের আলো!" -"চাঁদও তো ঢেকে যায় মেঘে!" -"সেও তো অপরূপ দেখতে!" -"আধার তখন গ্রাস করে সব!" -"ভালবাসা শরতের নীল আকাশ!" -"কিন্তু তা ঢেকে দিয়ে যখন কাল মেঘ ভীর করে- আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে!" -"সেই বৃষ্টিও মনোরম!" -"তা যে কষ্টেরই প্রতীক!!" -"তবুও ভালবাসি-ভালবাসি তোমায়!!!" -"না- না!!আমার ভয় হয়!!"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।