আমাদের কথা খুঁজে নিন

   

কে কয় নারী অবলা?

বিরিন শট কে কয় নারী অবলা? দেখুন তো এই মহিলাকে----একটুও কি অবলা মনে হচ্ছে? না বরং আমার আপনার থেকে বহুগুণে সবলা। দেশনেত্রী মাঝে মাঝে বলেন দেশে নাকি নীরব দুর্ভিক্ষ চলছে। দেশনেত্রী মিথ্যা বলেন। তা না হলে এই চাচি এত মোটা কেন? আর চাচির রাগ দেখছেন---কি রকম হা করছে!-- সব কিছু খাইয়া ফালাইতে চাইতেছে! সোনা ব্লগে একজন ব্লগার আছে-- নাম ‘খাইয়া ফালামু’। মনে হয় এই চাচি ‘খাইয়া ফালামু’র খালাটালা লাগে।

যাক, আল্লাহর কাছে লাখ লাখ শোকর! একবার চিন্তা করেন এই চাচি যদি আমার বা আপনার শাশুড়ী হতো তাহলে কি উপায় হত?! জীবনটা কোপ্তা কোপ্তা বানিয়ে ফেলত। আচ্ছা (গরীব ঘরের মেয়ে) নিরীহ পুলিশ মেয়েটা কেমন অবাক হয়ে চাচির দিকে তাকিয়ে আছে তা দেখেছেন? কি ভাবছে মেয়েটা-- চাচির গায়ে এত গোশ্ত, এত তাকদ কোথা থেকে এল, চাচি সকাল বিকাল কি খায়,কয়টা গরু দিয়ে নাস্তা করে এইসব? আহা আমরা যেসব গরু কোরবানী দেই, যেগুলো দিয়ে ক্ষেতচাষ করি সেগুলোর গায়ে চাচির মত এত গোশ্ত, এত তাকদ যদি হত। আহা আমাদের এই চাচি যদি আমার আপন চাচি হত! মহল্লার সবাইকে চাচিরে দিয়ে টাইট দিয়ে রাখতাম। চাচির ভয়ে মহল্লার যত মাতবর, ত্যান্দর, ধাড়ি মাস্তান আর যত ঝগড়াটে মহিলা আছে সব আমাদের সালাম দিয়া চলত। আচ্ছা চাচিরে ফী দিয়া ঝগড়া করার জন্য আমগো এলাকায় একদিনের জন্য নেয়া যায় না---তাইলে রমেলার মারে আচ্ছামত ধোলাই দেয়া যেত! আচ্ছা চাচির পিছে অই ইতর লোকটা কে? খাচ্চর ব্যাটা চাচির কোথায় হাত দিছে দেখছেন!? খাচ্চরটাকে ১০১টা জুতা মারা উচিত।

৯০% মুসলমানের দেশে দিনে দুপুরে এমন কামডা করতে ব্যাটার একটুও বিবেকে বাধলোনা! আমি এর সুষ্ঠু বিচার চাই। কি কন---অরা কাবাডি খেলতাছে?! ৯০% মুসলমানের দেশে ব্যাটা ছেলে আর মেয়ে ছেলে এক সাথে কাবাডি খেলব এইডা আমি কিছুতেই মাইনা নিতে পারলাম না। মাইনাস। আমি আইজকাই (মুফতি) এনিমী চাচার কাছে বিচার দিমু।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।