আমাদের কথা খুঁজে নিন

   

...আহা প্রিয় অগ্রজ আপন

কবিতা আমার প্রাণ ....আহা প্রিয় অগ্রজ আপন কয়েছ আহমদ বকুল বিপর্যস্ত সময়, বিপণ্ণ শরীর মন কষ্টাকীর্ণ করুণ আকাশ, কান্না' তোমার নাম বদলে রোদন শ্রাবণ- আমরা এখন চরম সংঘাত মত্ত স্বপ্নাতীত দূরত্বে বসবাস, অবিশ্বাস অপমান সর্বস্ব সংহারে অবিরাম আজ- নিলাজ দু'জন মোরা বেসামাল ঘাত প্রতিঘাতে। একদিন অকস্মাৎ প্রাতে- আমাদের সব দূরত্ব গুছে যাবে জানি অভিমানি ভেজা চোখ মুছবে আমার আস্তিনে অধিকারের কিল ঘুষি আমার বুকের চিতায় দেবে সুখ, আবার তেঁতুল পাতা, আবার সুমিষ্ট আলোড়নে উৎসুক অন্যায় জলে ভেসে যাবো সখি, অন্তিম আঁধার ভেঙ্গে নবনীতা আলো আমার আলয়ে হবে স্থিত। উপস্থিত আমি বড়ো আশাহত মূক আহারে দূর্মুখ, আহারে স্বজন পরিজন সুযোগ লোভী আহা প্রিয় অগ্রজ আপন আজ আমাদের দুর্যোগ দিন- মলিন বেদনাতুর সন্তাপমগ্ন ক্ষণ যাঁদের আনন্দের খোরাক পরিতাপ মনে তাঁদের সরল উচ্চার আমাদের বেঁচে থাকার যুগল শপত ভেঙ্গে কি এমন মহামানব হয়ে যাবেন শুনি? সকলেই গুণি আমি আর তুমি ছাড়া সকলেই সফল গুণিদের ভীড়ে নয় আমরা কোথাও চলে যাবো দূর কুড়ে ঘরে যেখানে সুখ হবে নিরেট নিটোল বোধের খেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।